কলকাতা : গত দু’দিন চওড়া হয়েছিল মধ্যবিত্তের মুখের হাসি। পরপর দু’দিন অনেকটা হারে দাম কমেছিল বাঙালির প্রিয় ধাতুর। কিন্তু সেই সুখ বেশিদিন স্থায়ী হল না। জুলাইয়ের প্রথম দিনে বাজার খুলতেই চড়চড়িয়ে বাড়ল সোনার দাম। এক লাফে ১২০০ টাকা বাড়ল ২২ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম। এদিন ২৪ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম বেড়েছে ১৩১০ টাকা। জুলাইয়ের শুরুতে দাম বাড়ল রুপোরও। এদিক এক কেজি রুপোর দাম হল ৫৯,০০০ টাকা।
শুক্রবার বেলা ২ টো অনুযায়ী কলকাতায় সোনা-রুপোর দাম :
২২ ক্যারেট হলমার্ক সোনা (১ গ্রাম) : ৪,৭৮৫ টাকা
২২ ক্যারেট হলমার্ক সোনা (৮ গ্রাম) : ৩৮,২৮০ টাকা
২২ ক্যারেট হলমার্ক সোনা (১০ গ্রাম) : ৪৭,৮৫০ টাকা
২২ ক্যারেট হলমার্ক সোনা (১০০ গ্রাম) : ৪,৭৮,৫০০ টাকা
২৪ ক্যারেট পাকা সোনা (১ গ্রাম) : ৫,২২০ টাকা
২৪ ক্যারেট পাকা সোনা (৮ গ্রাম) : ৪১,৭৬০ টাকা
২৪ ক্যারেট পাকা সোনা (১০ গ্রাম) : ৫২,২০০ টাকা
২৪ ক্যারেট পাকা সোনা (১০০ গ্রাম) : ৫,২২,০০০ টাকা
১ কেজি রুপোর বাটের দাম : ৫৯,০০০ টাকা
সোনা-রুপোর তুলনামূলক দাম :
জুলাইয়ের প্রথমদিনেই দাম বাড়ল সোনার। গতকাল বাজার বন্ধের সময় ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ছিল ৪৬,৬৫০ টাকা। আর ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ছিল ৫০,৮৯০ টাকা। আর শুক্রবার বাজার খুলতে এক লাফে চড়চড়িয়ে বাড়ল সোনার দাম। এদিকে সোনার সঙ্গে তাল মিলিয়ে বাড়ল রুপোর দামও। এদিন এক কেজি রুপোর দাম বেড়েছে ৪০০ টাকা।
তবে এদিন বিশ্ব বাজারে দাম কমেছে সোনার। গতকাল এক আউন্স সোনার দাম ছিল ১,৮২০.৩৩ মার্কিন ডলার। এদিন এক আউন্স সোনার দাম হল ১,৮০১.৪৫ মার্কিন ডলার। দেশে সোনার আমদানির উপর কর বাড়ানো হয়েছে। সে কারণেই বিশ্বে সোনার দাম কমলেও ভারতীয় বাজারে সোনার দাম এক লাফে অনেকটা বাড়ল বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
সোনার শেয়ার বাজারের দাম :
শুক্রবার কিছুটা দাম কমল টাইটান কোম্পানির শেয়ারের দাম। এদিন এই কোম্পানির শেয়ারের দাম রয়েছে ১,৯৩১ টাকা। এদিন কল্যাণ জুয়েলারের শেয়ারের দাম হয়েছে ৬০.৯০ টাকা। এদিন পিসি জুয়েলারের শেয়ারের দাম কমে হয়েছে ২৩.৫৫ টাকা।