Gold Price Today : সোনার দরের দিকে তাকালেই ঝলসাবে চোখ! লক্ষ্মীবারে হলুদ ধাতু কিনতে খসবে কত?

TV9 Bangla Digital | Edited By: অঙ্কিতা পাল

May 19, 2022 | 12:14 PM

Gold Price Today : গতকালে দাম কমার পর এদিন ফের বাড়ল সোনার দাম। ২২ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম হল ৪৬,৩০০ টাকা।

Gold Price Today : সোনার দরের দিকে তাকালেই ঝলসাবে চোখ! লক্ষ্মীবারে হলুদ ধাতু কিনতে খসবে কত?
ছবি সৌজন্যে : Pixabay

Follow Us

কলকাতা : বৃহস্পতিবারে লক্ষ্মীর উদয় দেখা গেল না সোনার দামে। এমসিএক্স সূচক অনুযায়ী গতকাল কলকাতায় ২২ ক্যারেট ১০ গ্রাম সোনার শেষ দাম ছিল ৪৬,১০০ টাকা। গত দুই মাসে যা ছিল সর্বনিম্ন সোনার দাম। কিন্তু এদিন বাজার খুলতেই ২০০ টাকা দাম বাড়ল সোনার। ২৪ ক্যারেট ১০ গ্রাম সোনারও দাম বাড়ল ২২০ টাকা। গতকাল ২৪ ক্যারেট ১০ গ্রাম সোনার শেষ দাম ছিল ৫০,২৯০ টাকা। এদিন সকাল ১১ টা অবধি সোনার দামে বৃদ্ধি নজরে এসেছে। এদিকে সোনার দাম কমলেও রুপোর দাামে বড় পতন দেখা গেল এদিন। ১ কেজি রুপোর বাটের দাম কমল ৪০০ টাকা।

সকাল ১১ টা অনুযায়ী এমসিএক্স সূচক অনুযায়ী আজকের সোনা-রুপোর দাম :

২২ ক্যারেট হলমার্ক সোনা (১ গ্রাম) : ৪,৬৩০ টাকা

২২ ক্যারেট হলমার্ক সোনা (৮ গ্রাম) : ৩৭,০৪০ টাকা

২২ ক্যারেট হলমার্ক সোনা (১০ গ্রাম) : ৪৬,৩০০ টাকা

২২ ক্যারেট হলমার্ক সোনা (১০০ গ্রাম) : ৪,৬৩,০০০ টাকা

২৪ ক্যারেট পাকা সোনা (১ গ্রাম) : ৫,০৫১ টাকা

২৪ ক্যারেট পাকা সোনা (৮ গ্রাম) : ৪০,৪০৮ টাকা

২৪ ক্যারেট পাকা সোনা (১০ গ্রাম) : ৫০,৫১০ টাকা

২৪ ক্যারেট পাকা সোনা (১০০ গ্রাম) : ৫,০৫,১০০ টাকা

১ কেজি রুপোর বাটের দাম : ৬০,৬০০ টাকা

সোনা-রুপোর তুলনামূলক দাম :

গতকাল ২২ ক্যারেট ১০ গ্রাম সোনার শেষ দাম ছিল ৪৬,১০০ টাকা। যা গত দু’মাসে সর্বনিম্ন। গতকাল সর্বনিম্ন দাম দাম থাকার পর বৃহস্পতিবার সামান্য় বেড়েছে সোনার দাম। তবে সর্বকালীন সোনার রেকর্ড দামের থেকে অনেকটাই কম রয়েছে সোনার দাম। রুপোর দামে এদিন পতন দেখা গিয়েছে।

শহরে সোনার দাম বাড়ার পাশাপাশি বিশ্ববাজারেও সামান্য বাড়ল সোনার দাম। গতকাল এক ট্রয় আউন্স সোনার দাম হয়েছে ১,৮১৫.১৫ মার্কিন ডলার। এদিন এক ট্রয় আউন্স সোনার দাম হল ১,৮১৬.৮৩ মার্কিন ডলার।

সোনার শেয়ার বাজারের দাম :

এদিন ফের এক লাফে অনেকটা কমল টাইটান কোম্পানির শেয়ারের দাম ।গতকাল টাইটান কোম্পানির শেয়ারের দাম ছিল ২,১৯০ টাকা। এদিন তা কমে হয়েছে ২,১৪১.৮৫ টাকা। আবারও দাম পড়ল কল্যাণ জুয়েলারের শেয়ারের। এদিন দাম কমে হল ৬১.৬০ টাকা। পিসি জুয়েলারের শেয়ারের দামেও পতন দেখা গেল। গতকাল এই শেয়ারের দাম ছিল ২১.৫৫ টাকা। এদিন তা কমে হল ২০.৮৫ টাকা।

 

Next Article