Gold Price Today: বিয়ের মরশুমে মধ্যবিত্তের সাধ্যে এল সোনার দাম, পকেটের চিন্তা না করেই দোকানে যান

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Jan 11, 2024 | 8:04 AM

Gold-Silver Rate in Kolkata: নিজের কন্যাকে সোনায় মুড়িয়ে বিদায় জানাতে বা বধূবরণে সোনার গহনা দেওয়া হয় রীতি মেনে। আপনার বাড়িতেও যদি বিয়ের অনুষ্ঠান থাকে এবং এখনও গহনা কেনা বাকি থাকে, তবে আজই দোকানে যান। কারণ গহনা কেনার সুবর্ণ সুযোগ রয়েছে আজ।

Gold Price Today: বিয়ের মরশুমে মধ্যবিত্তের সাধ্যে এল সোনার দাম, পকেটের চিন্তা না করেই দোকানে যান
ফাইল চিত্র
Image Credit source: Facebook

Follow Us

কলকাতা: বিয়ের মরশুম চলছে। আর দিন কয়েক পর থেকেই একাধিক বিয়ের লগ্ন রয়েছে। আর বিয়ে মানেই তো সোনা চাই-ই চাই। নিজের কন্যাকে সোনায় মুড়িয়ে বিদায় জানাতে বা বধূবরণে সোনার গহনা দেওয়া হয় রীতি মেনে। আপনার বাড়িতেও যদি বিয়ের অনুষ্ঠান থাকে এবং এখনও গহনা কেনা বাকি থাকে, তবে আজই দোকানে যান। কারণ গহনা কেনার সুবর্ণ সুযোগ রয়েছে আজ। চলতি সপ্তাহের মঙ্গল ও বুধবার- পরপর দুইদিন কমেছিল সোনার দাম (Gold Price)। আজও সোনার দামে কোনও পরিবর্তন এল না। বদল হয়নি রুপোর দামেও (Silver Price)। আজকের সোনা-রুপোর দর কত রয়েছে, জেনে নিন-

২২ ক্যারেটের সোনার দাম-

গতকালের তুলনায় আজ সোনার দামে কোনও পরিবর্তন হয়নি। আজ, ১১ জানুয়ারি ২২ ক্যারেটের ১০ গ্রাম সোনার দাম রয়েছে ৫৭ হাজার ৭০০ টাকা।

২২ ক্যারেটের ১০০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৫ লক্ষ ৭৭ হাজার টাকা।

২৪ ক্যারেটের সোনার দাম-

নিখাদ ও সবথেকে ভাল মানের সোনা হল ২৪ ক্যারেটের সোনা।  ২৪ ক্যারেটের ১০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৬২ হাজার ৯৫০ টাকা।

১০০ গ্রাম সোনার দাম রয়েছে ৬ লক্ষ ২৯ হাজার ৫০০ টাকা।

১৮ ক্যারেটের সোনার দাম-

হালকা ওজন বা লাইট-ওয়েটের গহনার ক্ষেত্রে ব্য়বহার করা হয় ১৮ ক্যারেটের সোনা। আজ ১৮ ক্যারেটোর ১০ গ্রাম সোনার দাম রয়েছে ৪৭ হাজার ২১০ টাকা।

১৮ ক্যারেটের ১০০ গ্রাম সোনার দাম আজ ৪ লক্ষ ৭২ হাজার ১০০ টাকা রয়েছে।

রুপোর দাম-

সোনার মতোই বদল আসেনি রুপোর দামেও। আজ ১ কেজি রুপো কিনতে খরচ পড়বে ৭৬ হাজার ৬০০ টাকা।

Next Article