Gold Price Today : সোনার দামে পুজোর হাওয়া! সপ্তাহের প্রথম দিনে হলুদ ধাতুর দর কত?

TV9 Bangla Digital | Edited By: অঙ্কিতা পাল

Sep 12, 2022 | 1:53 PM

Gold Price Today : সোমবার সোনার দামে কোনও পরিবর্তন হয়নি। তবে এদিন দাম বেড়েছে রুপোর। এদিন ১ কেজি রুপোর দাম বেড়েছে ২০০ টাকা।

Gold Price Today : সোনার দামে পুজোর হাওয়া! সপ্তাহের প্রথম দিনে হলুদ ধাতুর দর কত?
প্রতীকী ছবি

Follow Us

কলকাতা : বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। এটা শুধুমাত্র কোনও ধর্মীয় অনুষ্ঠানই নয়। এটা একটা উৎসব। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে এই উৎসবে সামিল হন অনেকেই। আর হাতে মাত্র কয়েকদিন বাকি। দরজায় কড়া নাড়ছে দুর্গাপুজো। এই আবহে অনেকেরই সোনার গয়না কেনার প্রতি ঝোঁক বাড়ে। তাই এই সময় রোজকার সোনার দামের ওঠা-পড়ায় একবার চোখ বুলিয়ে নেওয়া প্রয়োজন। সপ্তাহের প্রথম দিনে সোনার দামে কোনও পরিবর্তন হয়নি। এদিন ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম রয়েছে ৪৬ হাজার ৭৫০ টাকা। আর ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম রয়েছে ৫১ হাজার টাকা। সোনার দামে পরিবর্তন না হলেও দাম বেড়েছে রুপোর। এদিন ১ কেজি রুপোর দাম বেড়েছে ২০০ টাকা।

সোমবার বেলা ১ টা অনুযায়ী কলকাতায় সোনা-রুপোর দাম :

২২ ক্যারেট হলমার্ক সোনা (১ গ্রাম) : ৪,৬৭৫ টাকা

২২ ক্যারেট হলমার্ক সোনা (৮ গ্রাম) : ৩৭,৪০০ টাকা

২২ ক্যারেট হলমার্ক সোনা (১০ গ্রাম) : ৪৬,৭৫০ টাকা

২২ ক্যারেট হলমার্ক সোনা (১০০ গ্রাম) : ৪,৬৭,৫০০ টাকা

২৪ ক্যারেট পাকা সোনা (১ গ্রাম) : ৫,১০০ টাকা

২৪ ক্যারেট পাকা সোনা (৮ গ্রাম) : ৪০,৮০০ টাকা

২৪ ক্যারেট পাকা সোনা (১০ গ্রাম) : ৫১,০০০ টাকা

২৪ ক্যারেট পাকা সোনা (১০০ গ্রাম) : ৫,১০,০০০ টাকা

১ কেজি রুপোর বাটের দাম : ৫৫,২০০ টাকা

সোনা-রুপোর তুলনামূলক দাম :

গত দু’দিন সোনার দামে কোনও পরিবর্তন দেখা যায়নি। তৃতীয় দিনেও সোনার দামে কোনও বদল আসেনি। সোনার স্থির দামে কিছুটা স্বস্তি মিলছে ক্রেতাদের। তবে এদিন দাম বেড়েছে রুপোর। গত ১০ দিনে আজ সর্বোচ্চ রয়েছে রুপোর দাম।

শনিবার বিশ্ব বাজারে এক আউন্স সোনার দাম ছিল ১,৭১৭.০১ মার্কিন ডলার। সোমবার তা সামান্য কমেছে। এদিন এক ট্রয় আউন্স সোনার দাম হয়েছে ১,৭১৫.১৪ মার্কিন ডলার।

সোনার শেয়ার বাজারের দাম :

সোমবার প্রতিবেদনটি লেখার সময় দাম বেড়েছে টাইটান কোম্পানির শেয়ারের। এদিন এই কোম্পানির শেয়ারের দাম বেড়ে হয়েছে ২,৬৪৮.১৫ টাকা। এদিন কল্যাণ জুয়েলারের শেয়ারের দাম কমে হয়েছে ৮১.৯০ টাকা। এদিন দাম বেড়েছে পিসি জুয়েলারের শেয়ারেরও। এই সংস্থার শেয়ারের দাম বেড়ে হয়েছে ৭৪ টাকা।

Next Article