Gold Price Today: সপ্তাহের শুরুতে কততে বিকোচ্ছে সোনা-রুপো?

TV9 Bangla Digital | Edited By: অঙ্কিতা পাল

Jan 30, 2023 | 11:56 AM

Gold Price Today: সপ্তাহের শুরুতে অপরিবর্তিত রয়েছে সোনার দর। তবে এ দিন দাম বেড়েছে রুপোর।

Gold Price Today: সপ্তাহের শুরুতে কততে বিকোচ্ছে সোনা-রুপো?
প্রতীকী ছবি

Follow Us

কলকাতা: জানুয়ারি মাসের শেষের দিকে সোনার দামে (Gold Price Today) কিছুটা স্বস্তি। সপ্তাহের প্রথম দিনেই অপরিবর্তিত রইল সোনার দর। সোমবার ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম রয়েছে ৫২,৬৫০ টাকা। আর ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম রয়েছে ৫৭,৪৪০ টাকা। তবে সোনার দাম না বাড়লেও এ দিন বেড়েছে রুপোর দর (Silver Price Today)। ১ কেজি রুপোর দাম বেড়েছে ২০০ টাকা।

সোমবার সকাল ১১ টা অনুযায়ী কলকাতায় সোনা-রুপোর দাম :

২২ ক্যারেট হলমার্ক সোনা (১ গ্রাম) : ৫,২৬৫ টাকা

২২ ক্যারেট হলমার্ক সোনা (৮ গ্রাম) : ৪২,১২০ টাকা

২২ ক্যারেট হলমার্ক সোনা (১০ গ্রাম) : ৫২,৬৫০ টাকা

২২ ক্যারেট হলমার্ক সোনা (১০০ গ্রাম) : ৫,২৬,৫০০ টাকা

২৪ ক্যারেট পাকা সোনা (১ গ্রাম) : ৫,৭৪৪ টাকা

২৪ ক্যারেট পাকা সোনা (৮ গ্রাম) : ৪৫,৯৫২ টাকা

২৪ ক্যারেট পাকা সোনা (১০ গ্রাম) : ৫৭,৪৪০ টাকা

২৪ ক্যারেট পাকা সোনা (১০০ গ্রাম) : ৫,৭৪,৪০০ টাকা

১ কেজি রুপোর বাটের দাম : ৭২,৪০০ টাকা

সোনা-রুপোর তুলনামূলক দাম :

জানুয়ারি মাসের প্রথম থেকেই বেড়ে চলেছে সোনার দর। মনে করা হচ্ছে এ বছরই ৬২ হাজারের গণ্ডি পেরিয়ে যেতে পারে সোনার দর। এর মধ্যেই গত বৃহস্পতিবার সর্বকালীন রেকর্ড ভেঙে ৫৮ হাজার ছুঁই ছুঁই ছিল সোনার গয়না। তবে আজ অনেকটাই কম রয়েছে সোনার দাম। এ দিন সোনার দাম না বাড়লেও রুপোর দাম ঊর্ধ্বমুখী।

সোমবার বিশ্ব বাজারে খানিকটা বেড়েছে সোনার দর। ১ ট্রয় আউন্স স্পট গোল্ডের দাম রয়েছে ১,৯৩৪.৩৫ মার্কিন ডলার। তবে দেশীয় বাজারে দাম বাড়েনি সোনার।

সোনার শেয়ার বাজারের দাম :

সোমবার প্রতিবেদনটি লেখার সময় দাম কমেছে টাইটান কোম্পানির শেয়ারের। এ দিন এই সংস্থার শেয়ারের দাম হয়েছে ২,৩৩১.৭৫ টাকা। এ দিন কল্যাণ জুয়েলারের শেয়ারের দাম বেড়ে হয়েছে ১১১.২৫ টাকা। আজ দাম কমেছে পিসি জুয়েলারের শেয়ারের। এই সংস্থার শেয়ারের দাম কমে হয়েছে ৫৩.১৫টাকা।

Next Article