কলকাতা : গতকাল অপরিবর্তিত ছিল সোনার দাম। বৃহস্পতিবারে সোনার দামে কোনও ওঠা-নামা দেখা যায়নি। তবে শুক্রবার বাজার খুলতেই দাম বাড়ল সোনার। এদিন ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম বাড়ল ৪০০ টাকা। আর ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম বেড়েছে ৪৪০ সোনার দাম বাড়লেও রুপো আজ বিপরীতমুখী। এদিন দাম কমল রুপোর। ১ কেজি রুপোর দাম কমেছে ৪০০ টাকা।
শুক্রবার বেলা ৩ টে অনুযায়ী কলকাতায় সোনা-রুপোর দাম :
২২ ক্যারেট হলমার্ক সোনা (১ গ্রাম) : ৪,৭৭৫ টাকা
২২ ক্যারেট হলমার্ক সোনা (৮ গ্রাম) : ৩৮,২০০ টাকা
২২ ক্যারেট হলমার্ক সোনা (১০ গ্রাম) : ৪৭,৭৫০ টাকা
২২ ক্যারেট হলমার্ক সোনা (১০০ গ্রাম) : ৪,৭৭,৫০০ টাকা
২৪ ক্যারেট পাকা সোনা (১ গ্রাম) : ৫,২০৯ টাকা
২৪ ক্যারেট পাকা সোনা (৮ গ্রাম) : ৪১,৬৭২ টাকা
২৪ ক্যারেট পাকা সোনা (১০ গ্রাম) : ৫২,০৯০ টাকা
২৪ ক্যারেট পাকা সোনা (১০০ গ্রাম) : ৫,২০,৯০০ টাকা
১ কেজি রুপোর বাটের দাম : ৫৮,৫০০ টাকা
সোনা-রুপোর তুলনামূলক দাম :
বৃহস্পতিবার সোনার দামে কোনও ওঠা-নামা দেখা যায়নি। তবে শুক্রবারই দাম বাড়ল সোনার। গত তিনদিনে এদিন সর্বোচ্চ রইল সোনার দাম। তবে এদিন দাম কমল রুপোর।
এদিন বিশ্ব বাজারে এক ট্রয় আউন্স সোনার দাম রয়েছে ১,৭৮৭.৩৯ মার্কিন ডলার।
সোনার শেয়ার বাজারের দাম :
শুক্রবার বাড়ল টাইটান কোম্পানি, কল্যাণ জুয়েলার ও পিসি জুয়েলারের শেয়ারের দাম। টাইটান কোম্পানির শেয়ারের দাম রয়েছে ২,৪৭৯.৪০ টাকা। এদিন কল্যাণ জুয়েলারের শেয়ারের দাম বেড়ে হয়েছে ৭০.৫০ টাকা। আর পিসি জুয়েলারের শেয়ারের দাম রয়েছে ৬০.২৫ টাকা।