কলকাতা: বিয়ের মরসুম যে পড়ে গিয়েছে, তা বেশ বোঝা যাচ্ছে। গত কয়েকদিন ধরে দাম কমছিল একটু একটু করে। এবার বিয়ের মরসুমের মাঝেই দাম বাড়তে শুরু করেছে সোনার। সঙ্গে লাফ দিয়ে বাড়ল সোনার। সঙ্গে রুপোর দামও বাড়ছে।
২২ ক্যারেট সোনার দাম-
কলকাতায় আজ ২২ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম ৫৭ হাজার ৭৫০ টাকা। গতকাল ১০ গ্রাম সোনার দাম ছিল ৫৭ হাজার ৬৫০ টাকা। অর্থাৎ একদিনে সোনার দাম ১০০ টাকা বেড়েছে।
২২ ক্যারেটের ১০০ গ্রাম সোনার দাম আজ ৫ লক্ষ ৭৭ হাজার ৫০০ টাকা। গতকাল ১০০ গ্রাম সোনার দাম ছিল ৫ লক্ষ ৭৬ হাজার ৫০০ টাকা। অর্থাৎ একদিনে ১ হাজার টাকা বেড়েছে সোনার দাম।
২৪ ক্যারেট সোনার দাম-
একইভাবে দাম বেড়েছে ২৪ ক্যারেট সোনার ক্ষেত্রেও। আজ ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ৬৩ হাজার টাকা। গতকাল দাম ছিল ৬২ হাজার ৮৯০ টাকা। একদিনে দাম কমেছে ১১০ টাকা।
আজ কলকাতায় ১০০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ৬ লক্ষ ৩০ হাজার টাকা। গতকাল ছিল ৬ লক্ষ ২৮ হাজার ৯০০ টাকা। অর্থাৎ আজ ২৪ ক্যারেট সোনার দাম বেড়েছে ১১০০ টাকা।
১৮ ক্যারেট সোনার দাম-
১৮ ক্যারেট সোনার ক্ষেত্রে আজ ১০ গ্রামের দাম ৪৭ হাজার ২৫০ টাকা। গতকাল দাম ছিল ৪৭ হাজার ১৭০ টাকা। একদিনে দাম বেড়েছে ৮০ টাকা।
১৮ ক্যারেটের ১০০ গ্রাম সোনার ক্ষেত্রে আজ দাম থাকছে ৪ লক্ষ ৭২ হাজার ৫০০ টাকা। গতকাল ছিল ৪ লক্ষ ৭১ হাজার ৭০০ টাকা। অর্থাৎ এক্ষেত্রেও দাম বেড়েছে ৮০০ টাকা।
রুপোর দাম-
সোনার মতো রুপোর দামও উর্ধ্বমুখী। কলকাতায় আজ ১ কেজি রুপোর দাম ৭৮ হাজার ৫০০ টাকা। গতকাল যে দাম ছিল ৭৭ হাজার ৫০০ টাকা। একদিনে দাম বেড়েছে ৭০০ টাকা।
প্ল্যাটিনামের দাম-
গত কয়েকদিন ধরেই প্ল্যাটিনামের দাম ঊর্ধ্বমুখী। আজ ১০০ গ্রাম প্ল্যাটিনামের দাম কলকাতায় ২ লক্ষ ৫৭ হাজার ১০০ টাকা। গতকাল দাম ছিল ২ লক্ষ ৫১ হাজার ৪০০ টাকা। একদিনে দাম বেড়েছে ৫৭০০ টাকা।