Reliance: টানা পাঁচ বছর এক নম্বরে অম্বানীদের রিলায়েন্স, পিছনে পড়ল টিসিএস-ইনফোসিস

TV9 Bangla Digital | Edited By: অমর্ত্য লাহিড়ী

Dec 18, 2023 | 12:33 PM

Reliance: মোতিলাল অসওয়ালের রিপোর্ট বলছে, ২০২৩-এ এখনও পর্যন্ত প্রায় ৯.৬ লক্ষ কোটি টাকার সম্পদ তৈরি করেছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ। এই বছর সংস্থার প্রাইস-টু-আর্নিং অনুমাতও ২৪ গুণ বেড়েছে। ২০১৮-তে এই অনুপাত বেড়েছিল ১৫ গুণ।

Reliance: টানা পাঁচ বছর এক নম্বরে অম্বানীদের রিলায়েন্স, পিছনে পড়ল টিসিএস-ইনফোসিস
রিলায়েন্স গোষ্ঠীর চেয়ারম্যান মুকেশ অম্বানি (ফাইল ছবি)
Image Credit source: AP

Follow Us

মুম্বই: ভারতের সবথেকে বড় সম্পদ সৃষ্টিকারী সংস্থা হিসেবে, টিসিএস, ইনফোসিস, সকলকে পিছনে ফেলে দিলেন মুকেশ অম্বানী। শুধু ২০২৩-এই নয়, গত পাঁচ বছর ধরেই দেশের সবথেকে বড় সম্পদ সৃষ্টিকারী সংস্থা হিসেবে নিজের জায়গা ধরে রেখেছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড। মোতিলাল অসওয়ালের রিপোর্ট অনুযায়ী, ২০১৮ সালে প্রথমবার ভারতের সবহথেকে বড় সম্পদ সৃষ্টিকারী সংস্থা হয়েছিল রিলায়েন্স। তারপর থেকে, পরপর পাঁচ বছর এই জায়গা ধরে রেখেছে মুকেশ অম্বানীর সংস্থা।

মোতিলাল অসওয়ালের রিপোর্ট বলছে, ২০২৩-এ এখনও পর্যন্ত প্রায় ৯.৬ লক্ষ কোটি টাকার সম্পদ তৈরি করেছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ। এই বছর সংস্থার প্রাইস-টু-আর্নিং অনুমাতও ২৪ গুণ বেড়েছে। ২০১৮-তে এই অনুপাত বেড়েছিল ১৫ গুণ। সম্পদ সৃষ্টিতে চলতি বছরে টাটা কনসালটেন্সি সার্ভিসেস, আইসিআইসিআই ব্যাঙ্ক, ইনফোসিস এবং ভারতী এয়ারটেলের মতো সংস্থাগুলিকে অনেক পিছনে ফেলে দিয়েছে আরআইএল।

তবে, রিলায়েন্সের পাশাপাশি, মোতিলাল অসওয়ালের রিপোর্টে একটি অন্য সংস্থাকে নিয়েও জোর চর্চা শুরু হয়েছে। সংস্থাটি, রিলায়েন্সের মতো কোনও নামী-দামি সংস্থা নয়। সংস্থাটির নাম লয়েড মেটালস। ২০১৮ থেকে ২০২৩-এর মধ্যে পাঁচ বছরে, দেখা যাচ্ছে এই লো-প্রোফাইল সংস্থাই ভারতের সবচেয়ে দ্রুত সম্পদ সৃষ্টিকারী সংস্থা হিসেব উঠে এসেছে। সংস্থার কম্পাউন্ড অ্যানুয়াল গ্রোথ রেট বা সিএজিআর (CAGR) এই বছর ৭৯ শতাংশে পৌঁছে গিয়েছে। এমনকি, এই বিষয়ে তারা পিছনে ফেলে দিয়েছে গৌতম আদানির মালিকানাধীন দুই সংস্থা – আদানি এন্টারপ্রাইজ এবং আদানি পাওয়ারকেও। ৭৮ শতাংশ সিএজিআর নিয়ে দ্বিতীয় স্থানে আছে আদানি এন্টারপ্রাইজ। আর আদানি পাওয়ার ৫২ শতাংশ সিএজিআর নিয়ে পঞ্চম স্থানে নেমে গিয়েছে।

ভারতের সেরা ৫ সম্পদ সৃষ্টিকারী সংস্থা –

মোতিলাল অসওয়ালের প্রতিবেদন অনুসারে, যদিও মুকেশ অম্বানির রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডই এই বিষয়ে শীর্ষে রয়েছে। ২০২৩-এ সম্পদ বেড়েছে ৯,৬৩,৮০০ কোটি টাকা। ৬,৭৭,৪০০ কোটি টাকার সম্পদ নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে টাটা কনসালটেন্সি সার্ভিসেস। তৃতীয় স্থানে রয়েছে, আইসিআইসিআই ব্যাঙ্ক। ২০২৩-এ তারা সম্পদ তৈরি করেছে ৪,১৫,৫০০ কোটি টাকার। এই তালিকায় ইনফোসিস রয়েছে চতুর্থ স্থানে, সম্পদ তৈরি করেছে ৩,৬১,৮০০ কোটি টাকার। আর ২,৮০,৮০০ কোটি টাকার সম্পদ নিয়ে পঞ্চম স্থানে রয়েছে ভারতী এয়ারটেল।

Next Article