নয়া দিল্লি: আপনি কি ক্রেডিট কার্ড ব্যবহার করেন? তাহলে এই খবরটি আপনার জন্য জরুরি। বর্তমানে অধিকাংশই ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ডের মাধ্যমে নানান ক্ষেত্রে লেনদেন করে। তবে বিদেশ সফরে গিয়ে ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ডে লেনদেন করলে কোন ক্ষেত্রে বেশি কর দিতে হবে, কোন কার্ড ব্যবহার করা সুবিধাজনক, তা জেনে নেওয়া জরুরি। বিশেষত, সম্প্রতি বিদেশ ভ্রমণের সময় ক্রেডিট এবং ডেবিট কার্ডে লেনদেনের উপর ট্যাক্সের নিয়মে কিছু বদল এসেছে।
বিদেশ ভ্রমণের উপর ট্যাক্স নিয়ম
সম্প্রতি সরকার বিদেশ ভ্রমণের সময় ক্রেডিট এবং ডেবিট কার্ডে লেনদেনের উপর ট্যাক্সের নিয়ম পরিবর্তন করেছে। নতুন নিয়ম অনুযায়ী, আপনার যদি একটি আন্তর্জাতিক ক্রেডিট কার্ড থাকে এবং আপনি সেই কার্ড দিয়ে বিদেশে খরচ পরিশোধ করেন, তাহলে তার উপর TCS চার্জ করা হবে না। আবার কোনও ব্যক্তি ক্রেডিট কার্ডের মাধ্যমে বিদেশে ৭ লক্ষ টাকার বেশি অর্থ প্রদান করলে ২০ শতাংশ TCS দিতে হবে।
কোন কার্ড ভাল?
ক্রেডিট কার্ড বিদেশ ভ্রমণের জন্য একটি ভাল বিকল্প হতে পারে। ক্রেডিট কার্ডগুলি লাউঞ্জ অ্যাক্সেস, আন্তর্জাতিক কেনাকাটায় পুরস্কার পয়েন্ট এবং বড় তহবিলের সীমা প্রদান করে। তবে, ক্রেডিট কার্ডগুলি ফরেক্স মার্কআপ চার্জের সাপেক্ষে।
আর ডেবিট কার্ড ব্যবহার করার প্রধান সুবিধা হল যে, ডেবিট কার্ডের মাধ্যমে নিজের অ্যাকাউন্টে থাকা টাকার পরিমাণই ব্যয় করতে পারেন। ঋণ হওয়ার কোনও সম্ভাবনা নেই।
বিদেশ ভ্রমণের জন্য সেরা কিছু ক্রেডিট কার্ড
ভিসা কার্ড, মাস্টারকার্ড, আরবিএল ওয়ার্ল্ড সাফারি ক্রেডিট কার্ড। এছাড়া কোনও ফি ছাড়া বিদেশে এটিএম থেকে নগদ উত্তোলন বা কেনাকাটা করার জন্য বারক্লেকার্ড ভাল বিকল্প।