কলকাতা: কমছে চিনির উৎপাদন। সে কারণেই চিনির রফতানির ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছিল ভারতীয় শেয়ার মার্কেট। চাপ বেড়েছিল চিনি উৎপাদক সংস্থাগুলির। এদিকে চিনি তৈরির সময় উপজাত দ্রব্য হিসাবে ইথানল তৈরি হয়। এই ইথনলের আবার পুনর্নবীকরণযোগ্য শক্তিতে বড় ভূমিকা রয়েছে। পেট্রোলের সঙ্গে ইথানল ব্লেন্ডিং করে তৈরি হয় বায়ো ফুয়েল। ভারতে পেট্রোলে ইথানল ব্লেন্ডিং শুরু হয় ২০০১ সালে। কিন্তু, উৎপাদন কমায় ইথনাল তৈরির ক্ষেত্রেও তৈরি হয়েছিল উদ্বেগের বাতাবরণ। চিন্তা বেড়েছিল চিনি উৎপাদক সংস্থাগুলির স্টকে বিনিয়োগকারীদের মধ্যেও। যদিও সূত্রের খবর, এরইমধ্যে চিনি রফতানির ক্ষেত্রে আংশিক নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। তবে কী সোমবার স্টক মার্কেট খোলার পর চিনি উৎপাদক সংস্থাগুলির স্টকগুলিতে উর্ধ্বগতি দেখা যাবে? সেটাই এখন লাখ টাকার প্রশ্ন।
প্রসঙ্গত, চিনি উৎপাদক সংস্থাগুলির মধ্যে দেশের মধ্যে শীর্ষতালিকায় রয়েছে এইড প্যারি, ডালমিয়া ভারত সুগার অ্যান্ড ইন্ডাস্ট্রিজ, শ্রী রেনুকা সুগার। এর মধ্যে ডালমিয়া ভারত সুগার অ্যান্ড ইন্ডাস্ট্রিজ আবার তাঁদের ইথানল তৈরির ক্ষমতা বাড়ানোর দিকে নজর দিয়েছে। দৈনিক ইথানল তৈরির ক্ষমতা ২৫০ কিলো লিটার বাড়ানোর জন্য ৪০০ কোটি টাকা বিনিয়োগও করছে। সাম্প্রতিককালে এই সংস্থার স্টকেও উর্ধ্বগতি দেখা গিয়েছে। একই ছবি দেখা গিয়েছে এইড প্যারি, শ্রী রেনুকা সুগারের ক্ষেত্রেও।
যদিও শুক্রবার শেয়ার বাজার বন্ধের সময় ২ টাকা বেড়ে বন্ধ হয়েছে ভারত সুগার অ্যান্ড ইন্ডাস্ট্রিজ। চলতি বছরের অগস্টে এই সংস্থার শেয়ার দর ৩৪০ এর ঘরে ঘোরাফেরা করছিল। বর্তমানে তা পৌঁছে গিয়েছে প্রায় চারশোর ঘরে। অন্যদিকে শুক্রবার দামে উর্ধ্বগতি দেখা গিয়েছে রেণুকা সুগারের শেয়ারের দামে। প্রায় ৪৭ টাকা পর্যন্ত উঠে গিয়েছে এই স্টকের দাম। এখন চিনি রফতানির নতুন খবর নিয়ে চাপানউতোরের মধ্যে সোমবার এই স্টকগুলির দাম কোথায় যায় এখন সেটাই দেখার।
বিঃ দ্রঃ – এটি একটি শেয়ার বাজার এবং বিনিয়োগ সম্পর্কিত শিক্ষামূলক প্রতিবেদন। এই প্রতিবেদনের উদ্দেশ্য কখনই বিনিয়োগে উৎসাহিত করা বা মুনাফা কামানোর সহজ উপায় খুঁজে দেওয়া নয়। শেয়ার বাজারের বিভিন্ন বিষয় সম্পর্কে জানানোই এই প্রতিবেদনের অন্যতম লক্ষ্য। উল্লেখ্য, শেয়ার বাজারের বিনিয়োগ সর্বদাই ঝুঁকিুপূর্ণ।