নয়া দিল্লি: সোমবার (১৮ ডিসেম্বর) থেকে খুলছে, ২০২৩-২০২৪ আর্থিক বছরের জন্য, রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়ার সভেরিন গোল্ড বন্ড স্কিমের তৃতীয় সিরিজ। ২০২৩-এ সোনার দাম ১০ শতাংশের বেশি বেড়েছে। এই অবস্থায় এই এই নতুন সিরিজ চালু করা হচ্ছে। বন্ধ হবে ২২ ডিসেম্বর। এর পরের সিরিজটি খুলবে আগামী বছরের ফেব্রুয়ারিতে। আরবিআইয়ের রিটেইল ডিরেক্ট অ্যাকাউন্টের মাধ্যমে এই সভেরিন গোল্ড বন্ডের বর্তমান সিরিজে বিনিয়োগ করা যাবে।
সাবস্ক্রিপশন সময়কালের আগের সপ্তাহের শেষ তিনটি কার্যদিবসে ৯৯৯ বিশুদ্ধতার সোনার মূল্যের গড়ের ভিত্তিতে সভেরিন গোল্ড বন্ডের মূল্য নির্ধারণ করে ইন্ডিয়া বুলিয়ন অ্যান্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশন। ১৫ ডিসেম্বর এক বিজ্ঞপ্তিতে তারা জানিয়েছে, এই হিসেবে বন্ডের ন্য়ূনতম মূল্য নির্ধারণ করা হয়েছে, ৬,১৯৯ টাকা প্রতি গ্রাম। এই মূল্যেই সভেরিন গোল্ড বন্ড ইস্যু করা হবে। যারা অনলাইনে সাবস্ক্রাইব করবেন এবং ডিজিটাল মোডে অর্থ প্রদান করবেন, তারা সভেরিন গোল্ড বন্ড পাবেন গ্রাম প্রতি ৫০ টাকা করে কম মূল্যে। তাদের জন্য, গোল্ড বন্ডের ইস্যু মূল্য হবে প্রতি গ্রাম সোনার জন্য ৬,১৪৯ টাকা।
সোনায় বিনিয়োগ করার সর্বোত্তম উপায় ধরা হয় সার্বভৌম সোনার বন্ডকে। তবে, এই ক্ষেত্রে লগ্লিকারীকে পলিসি ম্যাচিওর করার জন্য আট বছর পর্যন্ত অপেক্ষা করতে হয়। অর্থাৎ, বর্তমানে যদি কেউ এতে বিনিয়োগ করেন, তা ম্যাচিওর করবে ২০৩১ সালের ২৮ ডিসেম্বর।
সভেরিন গোল্ড বন্ডে লগ্নির সুবিধা কী কী?
বাজারে সোনার দামের মূল্য বৃদ্ধি ছাড়াও অতিরিক্তভাবে ২.৫ শতাংশ নিশ্চিত সুদ পাওয়া যায়। ৮ বছর পর রিডেম্পশনের উপর কোন ক্যাপিটাল গেইন ট্যাক্স নেই। কোন জিএসটি বা মেকিং চার্জ নেই। এটি সম্পূর্ণ নিরাপদ। চুরির কোনও ঝুঁকি নেই। কারণ এই ক্ষেত্রে ভারত সরকারের গ্যারান্টি থাকে। এছাড়া, বন্ড ইস্যু করার ৫ বছর পর প্রতি ৬ মাস অন্তর টাকা তুলে নেওয়ার সুযোগ রয়েছে।
কীভাবে লগ্নি করবেন সভেরিন গোল্ড বন্ডে?
আরবিআই রিটেইল ডিরেক্ট সিস্টেমের ওয়েবসাইট, https://rbiretaildirect.org.in/#/-এ গিয়ে লগইন করেই সভেরিন গোল্ড বন্ড ইস্যুতে বিনিয়োগ করা যাবে।