কলকাতা:ফের দাম কমল সোনার। ফলে বিয়ের মরশুমে স্বস্তি ক্রেতাদের। সপ্তাহের প্রথম দিনেই সোনার দাম (Gold Price Today) কমায় মুখে চওড়া হাসি ক্রেতাদের। সোমবার ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম কমেছে ১০০ টাকা। একই হারে দাম কমেছে ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার। সোনার পাশাপাশি দাম কমেছে রুপোরও (Silver Price Today)। এদিন ১ কেজি রুপোর দাম কমেছে ৪০০ টাকা।
সোমবার বেলা ১ টা অনুযায়ী কলকাতায় সোনা-রুপোর দাম :
২২ ক্যারেট হলমার্ক সোনা (১ গ্রাম) : ৪,৮৫০ টাকা
২২ ক্যারেট হলমার্ক সোনা (৮ গ্রাম) : ৩৮,৮০০ টাকা
২২ ক্যারেট হলমার্ক সোনা (১০ গ্রাম) : ৪৮,৫০০ টাকা
২২ ক্যারেট হলমার্ক সোনা (১০০ গ্রাম) : ৪,৮৫,০০০ টাকা
২৪ ক্যারেট পাকা সোনা (১ গ্রাম) : ৫,২৯২ টাকা
২৪ ক্যারেট পাকা সোনা (৮ গ্রাম) : ৪২,৩৩৬ টাকা
২৪ ক্যারেট পাকা সোনা (১০ গ্রাম) : ৫২,৯২০ টাকা
২৪ ক্যারেট পাকা সোনা (১০০ গ্রাম) : ৫,২৯,২০০ টাকা
১ কেজি রুপোর বাটের দাম : ৬০,৬০০ টাকা
সোনা-রুপোর তুলনামূলক দাম :
বিয়ের মরশুমে পরপর দু’দিন দাম কমল সোনার। এদিন ১০ গ্রাম ২২ ক্যারেট ও ২৪ ক্যারেট সোনার দাম কমেছে ১০০ টাকা করে। সামান্য দাম কমলেও অন্যান্য সময়ের তুলনায় অনেকটাই বেশি রয়েছে সোনার দাম। সেরকম পতন দেখা গিয়েছে রুপোরও দামেও।
শনিবার বিশ্ব বাজারে ১ ট্রয় আউন্স সোনার দাম রয়েছে ১,৭৪৯.৯৭ মার্কিন ডলার। সোমবার বিশ্ববাজারে খানিকটা কমেছে সোনার দাম। ফলে দেশীয় বাজারেও দাম কমেছে সোনার। এদিন বিশ্ব বাজারে ১ ট্রয় আউন্স সোনার দাম রয়েছে ১,৭৪৬.৩৪ মার্কিন ডলার।
সোনার শেয়ার বাজারের দাম :
সোমবার প্রতিবেদনটি লেখার সময় দাম কমেছে টাইটান কোম্পানির শেয়ারের। এদিন এই সংস্থার শেয়ারের দাম হয়েছে ২,৫৫৪.৯০ টাকা। এদিন কল্যাণ জুয়েলারের শেয়ারের দাম কমে হয়েছে ৯৬.৬৫ টাকা। সোমবার দাম কমেছে পিসি জুয়েলারের শেয়ারের। এই সংস্থার শেয়ারের দাম কমে হয়েছে ৭৮.৬০ টাকা।