কলকাতা : মঙ্গলবার বাজার খুলতেই ফের ঊর্ধ্বমুখী সোনার দাম। সোমবার যদিও কোনও পরিবর্তন দেখা যায়নি হলুদ ধাতুর দামে। এদিন ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম বাড়ল ১০০ টাকা। আর ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম বেড়েছে ১৩০ টাকা। আর সোনার সঙ্গে তাল মিলিয়ে বাড়ল রুপোর দামও। এদিন ১ কেজি রুপোর দাম বেড়েছে ১ হাজার ১০০ টাকা।
মঙ্গলবার বেলা ১১ টা অনুযায়ী কলকাতায় সোনা-রুপোর দাম :
২২ ক্যারেট হলমার্ক সোনা (১ গ্রাম) : ৪,৮১০ টাকা
২২ ক্যারেট হলমার্ক সোনা (৮ গ্রাম) : ৩৮,৪৮০ টাকা
২২ ক্যারেট হলমার্ক সোনা (১০ গ্রাম) : ৪৮,১০০ টাকা
২২ ক্যারেট হলমার্ক সোনা (১০০ গ্রাম) : ৪,৮১,০০০ টাকা
২৪ ক্যারেট পাকা সোনা (১ গ্রাম) : ৫,২৪৭ টাকা
২৪ ক্যারেট পাকা সোনা (৮ গ্রাম) : ৪১,৯৭৬ টাকা
২৪ ক্যারেট পাকা সোনা (১০ গ্রাম) : ৫২,৪৭০ টাকা
২৪ ক্যারেট পাকা সোনা (১০০ গ্রাম) : ৫,২৪,৭০০ টাকা
১ কেজি রুপোর বাটের দাম : ৫৮,৯০০ টাকা
সোনা-রুপোর তুলনামূলক দাম :
জুলাইয়ের প্রথমদিনেই দাম বেড়েছিল সোনার। এবার গতকাল সোনার দাম অপরিবর্তিত থাকার পর মঙ্গলবার বাজার খুলতেই ঊর্ধ্বমুখী হলুদ ধাতুর দাম। প্রসঙ্গত, জুলাইয়ের প্রথমদিন থেকেই সোনার উপর ৫ শতাংশ আমদানি শুল্ক বাড়িয়েছে কেন্দ্র। ফলে তার প্রভাব সোনার দামেও দেখা দিচ্ছে। বাড়ছে সোনার দাম। এর ফলে সোনার বাজারে চাহিদা কমবে বলেই মনে করা হচ্ছে। এদিকে সোনার সঙ্গে তাল মিলিয়ে বাড়ল রুপোর দামও। এদিন এক কেজি রুপোর দাম বেড়েছে ১ হাজার ১০০ টাকা।
আমদানি শুল্ক বাড়ানোর কারণে দেশীয় বাজারে দাম বাড়ছে সোনার। এদিকে বিশ্ব বাজারে কম রয়েছে সোনার দাম। আজ বিশ্ব বাজারে এক আউন্স সোনার দাম রয়েছে ১,৮০৯.৬৭ মার্কিন ডলার।
সোনার শেয়ার বাজারের দাম :
মঙ্গলবার কিছুটা দাম বাড়ল টাইটান কোম্পানির শেয়ারের। এদিন এই কোম্পানির শেয়ারের দাম রয়েছে ১,৯৮৪.৭০ টাকা। এদিন কল্যাণ জুয়েলারের শেয়ারের দাম হয়েছে ৬১.৪০ টাকা। এদিন পিসি জুয়েলারের শেয়ারের দাম রয়েছে ২৬ টাকা।