কলকাতা : গতকাল এক ধাক্কায় অনেকটা দাম কমেছিল সোনার। পরপর দু’দিন সোনার দাম কমেছিল ৮০০ টাকা। তবে সোনার দামে এই পতন বেশিদিন স্থায়ী হল না। সোনার গয়না ক্রেতাদের মুখে বেশিদিন ধরল না হাসি। বুধবার বাজার খুলতেই ফের ঊর্ধ্বমুখী সোনার দাম। এদিন ১০ গ্রাম ২২ ক্য়ারেট সোনার দাম বেড়েছে ২৫০ টাকা। আর ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম বেড়েছে ৩২০ টাকা। সোনার পাশাপাশি এদিন দাম বেড়েছে রুপোরও। তবে তা খুব সামান্যই। এদিন ১ কেজি রুপোর দাম বেড়েছে ১০০ টাকা।
বুধবার সকাল ১১ টা অনুযায়ী কলকাতায় সোনা-রুপোর দাম :
২২ ক্যারেট হলমার্ক সোনা (১ গ্রাম) : ৪,৭২৫ টাকা
২২ ক্যারেট হলমার্ক সোনা (৮ গ্রাম) : ৩৭,৮০০ টাকা
২২ ক্যারেট হলমার্ক সোনা (১০ গ্রাম) : ৪৭,২৫০ টাকা
২২ ক্যারেট হলমার্ক সোনা (১০০ গ্রাম) : ৪,৭২,৫০০ টাকা
২৪ ক্যারেট পাকা সোনা (১ গ্রাম) : ৫,১৫৫ টাকা
২৪ ক্যারেট পাকা সোনা (৮ গ্রাম) : ৪১,২৪০ টাকা
২৪ ক্যারেট পাকা সোনা (১০ গ্রাম) : ৫১,৫৫০ টাকা
২৪ ক্যারেট পাকা সোনা (১০০ গ্রাম) : ৫,১৫,৫০০ টাকা
১ কেজি রুপোর বাটের দাম : ৫৫,১০০ টাকা
সোনা-রুপোর তুলনামূলক দাম :
পরপর দু’দিন দাম কমেছিল সোনার। তবে বুধবার বাজার খুলতেই মোহভঙ্গ হয় ক্রেতাদের। দাম বেড়েছে সোনা-রুপো দুই ধাতুরই। গতকালের তুলনায় বিশ্ব বাজারে দাম বেড়েছে সোনার। গতকাল আন্তর্জাতিক বাজারে এক ট্রয় আউন্স সোনার দাম ছিল ১,৭৩৮.১৪ মার্কিন ডলার। এদিন তা বেড়ে হয়েছে ১,৭৪৫.৭৪ মার্কিন ডলার।
সোনার শেয়ার বাজারের দাম :
বুধবার প্রতিবেদনটি লেখার সময় দাম কমেছে টাইটান কোম্পানির শেয়ারের দাম। এদিন এই কোম্পানির শেয়ারের দাম রয়েছে ২,৪৫৫.৫০ টাকা। এদিন কল্যাণ জুয়েলারের শেয়ারের দাম বেড়ে হয়েছে ৮১.০৫ টাকা। আর পিসি জুয়েলারের শেয়ারের দাম সামান্য বেড়ে হয়েছে ৭২.১০ টাকা।