Gold Price Today : অষ্টমীতে এক লাফে অনেকটা দাম বাড়ল সোনার, শহরে সোনা-রুপোর দর কত?

TV9 Bangla Digital | Edited By: অঙ্কিতা পাল

Oct 03, 2022 | 12:47 PM

Gold Price Today : এক লাফে অনেকটা বাড়ল সোনার দাম। এদিন ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম বেড়েছে ৩৫০ টাকা।

Gold Price Today : অষ্টমীতে এক লাফে অনেকটা দাম বাড়ল সোনার, শহরে সোনা-রুপোর দর কত?
আজ সকাল ১১ টা অনুযায়ী, ১ গ্রাম ২৪ ক্যারেট পাকা সোনার দাম ৫,৪৩৩ টাকা। ৮ গ্রাম ২৪ ক্যারেট পাকা সোনার দাম ৪৩,৪৬৪ টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারেট পাকা সোনার দাম ৫৪,৩৩০ টাকা। ১০০ গ্রাম ২৪ ক্যারেট পাকা সোনার দাম ৫,৪৩,৩০০ টাকা।

Follow Us

কলকাতা : আজ মহা অষ্টমী। শ্রেষ্ঠ উৎসবে মেতে উঠেছে সারা বাংলা। কেনাকাটার পর্ব এখন আর নেই। তবে সামনেই বিয়ের মরসুম। সেই কারণে সোনা-রুপোর কেনাবেচা চলছে। এবং সোনার দামে নজর রয়েছে ক্রেতাদের। তবে ক্রেতাদের জন্য খুব একটা ভাল খবর নেই। কারণ অষ্টমীর সকালে দাম বেড়েছে সোনার। এদিন ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম বেড়েছে ৩৫০ টাকা। আর ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম বেড়েছে ৩৮০ টাকা। এদিন দাম বেড়েছে রুপোরও। ১ কেজি রুপোর দাম বেড়েছে ৫০০ টাকা। সোনার গয়না কেনার আগে সোনা-রুপোর দামের তালিকায় একবার চোখ বুলিয়ে নিন।

সোমবার সকাল ১১ টা অনুযায়ী কলকাতায় সোনা-রুপোর দাম :

২২ ক্যারেট হলমার্ক সোনা (১ গ্রাম) : ৪,৬৮৫ টাকা

২২ ক্যারেট হলমার্ক সোনা (৮ গ্রাম) : ৩৭,৪৮০ টাকা

২২ ক্যারেট হলমার্ক সোনা (১০ গ্রাম) : ৪৬,৮৫০ টাকা

২২ ক্যারেট হলমার্ক সোনা (১০০ গ্রাম) : ৪,৬৮,০০০ টাকা

২৪ ক্যারেট পাকা সোনা (১ গ্রাম) : ৫,১১১ টাকা

২৪ ক্যারেট পাকা সোনা (৮ গ্রাম) : ৪০,৮৮৮ টাকা

২৪ ক্যারেট পাকা সোনা (১০ গ্রাম) : ৫১,১১০ টাকা

২৪ ক্যারেট পাকা সোনা (১০০ গ্রাম) : ৫,১১,১০০ টাকা

১ কেজি রুপোর বাটের দাম : ৫৭,৪০০ টাকা

সোনা-রুপোর তুলনামূলক দাম :

পুজোর আগে কেনাকাটার সময় দাম কমছিল সোনার। তবে অষ্টমীর দিন অনেকটা হারে দাম বেড়েছে সোনার। গত দু’ সপ্তাহে সর্বোচ্চ রয়েছে সোনার দাম। দাম বেড়েছে রুপোরও।

এদিন বিশ্ব বাজারে এক ট্রয় আউন্স সোনার দাম রয়েছে ১,৬৬৩.৮০ মার্কিন ডলার। শেষ দামের থেকে কিছুটা বেশি রয়েছে বিশ্ব বাজারে সোনার দাম। আর তার প্রভাব পড়েছে দেশীয় বাজারেও।

সোনার শেয়ার বাজারের দাম :

সোমবার প্রতিবেদনটি লেখার সময় দাম পড়েছে টাইটান কোম্পানির শেয়ারের। এদিন এই কোম্পানির শেয়ারের দাম হয়েছে ২,৫৮৫ টাকা। এদিন কল্যাণ জুয়েলারের শেয়ারের দাম কমে হয়েছে ৯৫.৫০ টাকা। তবে এদিন দাম বেড়েছে পিসি জুয়েলারের শেয়ারেরও। এই সংস্থার শেয়ারের দাম বেড়ে হয়েছে ৮৫.৮০ টাকা।

Next Article