কলকাতা : গত বেশ কয়েকদিন ধরেই নিম্নমুখী ছিল সোনার দাম। গত এক মাসে শুক্রবার সর্বনিম্ন ছিল সোনার দাম। তবে তিনদিন দাম কমার পর শনিবার ফের দাম বাড়ল সোনার। এদিন ১০ গ্রাম ২২ ক্য়ারেট সোনার দাম বেড়েছে ২৫০ টাকা। আর ১০ গ্রাম ২৪ ক্য়ারেট সোনার দাম বেড়েছে ২৭০ টাকা। সোনার সঙ্গে তাল মিলিয়ে এদিন বেড়েছে রুপোর দামও।
শনিবার সকাল ১১ টা অনুযায়ী কলকাতায় সোনা-রুপোর দাম :
২২ ক্যারেট হলমার্ক সোনা (১ গ্রাম) : ৪,৬৬৫ টাকা
২২ ক্যারেট হলমার্ক সোনা (৮ গ্রাম) : ৩৭,৩২০ টাকা
২২ ক্যারেট হলমার্ক সোনা (১০ গ্রাম) : ৪৬,৬৫০ টাকা
২২ ক্যারেট হলমার্ক সোনা (১০০ গ্রাম) : ৪,৬৬,৫০০ টাকা
২৪ ক্যারেট পাকা সোনা (১ গ্রাম) : ৫,০৮৯ টাকা
২৪ ক্যারেট পাকা সোনা (৮ গ্রাম) : ৪০,৭১২ টাকা
২৪ ক্যারেট পাকা সোনা (১০ গ্রাম) : ৫০,৮৯০ টাকা
২৪ ক্যারেট পাকা সোনা (১০০ গ্রাম) : ৫,০৮,৯০০ টাকা
১ কেজি রুপোর বাটের দাম : ৫২,৫০০ টাকা
সোনা-রুপোর তুলনামূলক দাম :
বেশ কয়েকদিন ধরেই দাম কমছিল সোনার। গতকাল একমাস সর্বনিম্ন ছিল সোনার দাম। তবে শনিবার ফের দাম বাড়ল সোনার। তবে রেকর্ড দামের থেকে অনেকটাই কম রয়েছে সোনার দাম। বিশ্ব বাজারে সোনার দাম সামান্য বাড়ার কারণেই দেশীয় বাজারে দাম বাড়ল সোনার। এদিকে দাম বেড়েছে রুপোরও।
এদিন বিশ্ব বাজারে এক আউন্স সোনার দাম রয়েছে ১,৭১২.৪৪ মার্কিন ডলার।
সোনার শেয়ার বাজারের দাম :
শনিবার প্রতিবেদনটি লেখার সময় দাম কমেছে টাইটান কোম্পানির শেয়ারের। এদিন এই কোম্পানির শেয়ারের দাম কমে হয়েছে ২,৬১২ টাকা। এদিন কল্যাণ জুয়েলারের শেয়ারের দাম বেড়ে হয়েছে ৮৪.৮০ টাকা। এদিন দাম কমেছে পিসি জুয়েলারের শেয়ারেরও। এই সংস্থার শেয়ারের দাম রয়েছে ৭২.২০ টাকা।