Gold price today: আবারও রেকর্ড স্তর থেকে ১০,০০০ টাকার নীচে নামল সোনালি ধাতু, জানুন রপো নামল কত

TV9 Bangla Digital | Edited By: Shubhendu Debnath

Oct 04, 2021 | 6:43 PM

বিশ্ববাজারে সোমবার সোনার দাম কমেছে। পাশাপাশি রুপোর দামও এদিন অনেকটাই কমতে দেখা গিয়েছে। এদিন বিশ্ববাজারে সোনার দাম -০.৬০ শতাংশ অর্থাৎ ১০.৫৩ ডলার কমে হয়েছে প্রতি আউন্সের দাম হয়েছে ১,৭৫২.৪৩ টাকা।

Gold price today: আবারও রেকর্ড স্তর থেকে ১০,০০০ টাকার নীচে নামল সোনালি ধাতু, জানুন রপো নামল কত

Follow Us

কলকাতা: ভারতীয় বাজারে আজ সোনা-রুপোর দাম অনেকটাই কমে গিয়েছে। এমসিএক্স (MCX)এ আজ গোল্ড ফিউচার প্রতি ১০ গ্রামের দাম ছিল ৪৬,৫৪৩ টাকা এবং রুপোর ফিউচারের দাম প্রতি কেজি ৬০,৫৩০ টাকা। গতকাল সোনার দাম সামান্য কমেছিল অন্যদিকে রুপোর দাম ১.৫ শতাংশ বেড়েছিল।

কলকাতা: ক্রমাগত নীচের দিকে নামছে সোনা রুপোর দাম। এই অবস্থায় যদি বিনিয়োগকারীরা সোনা কেনাবেচার পরিকল্পনা করে থাকেন তাহলে এটাই সুবর্ণ সুযোগ। মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে আজ ডিসেম্বর মাসের সোনার দাম ০.০৫ শতাংশ কমেছে। অন্যদিকে রুপোর দাম প্রতি কেজিতে ০.১৯ শতাংশ কমেছে। ডিসেম্বর মাসের সোনার দাম আজ প্রতি দশ গ্রাম ৪৬,৪৯৭ টাকা দরে বিক্রি হচ্ছে। অন্যদিকে আজ রুপোর দাম প্রতি কেজি ৫৯,৫০৪ টাকা।

কলকাতার সোনা-রুপোর দর

কলকাতায় সোনার দাম আজ সামান্য বেড়েছে। এদিন কলকাতায় ১ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ১৩ টাকা বেড়ে হয়েছে ৪,৬০০ টাকা। অন্যদিকে ৮ গ্রাম ২২ ক্যারেট সোনা ১০৪ টাকা বেড়ে ৩৬,৮০০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়াও ১০ গ্রাম এবং ১০০ গ্রাম সোনার দাম ১৩০ টাকা এবং ১৩০০ টাকা বেড়ে হয়েছে যথাক্রমে ৪৬,০০০ টাকা এবং ৪,৬০,০০০ টাকা।
এদিন কলকাতায় ১ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ছিল ৪,৮৭০ টাকা। এবং ৮ গ্রাম সোনার দাম ৩৮,৯৬০ টাকা। এছাড়াও ১০ গ্রাম এবং ১০০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম যথাক্রমে ৪৮,৭০০ টাকা এব ৪,৮৭,০০০ টাকা।

 

শেয়ার বাজারে সোনা-রুপোর দর

সোনার দাম আজ শেয়ার বাজারে সামান্য কমেছে। এদিন কমোডিটির (MCX) বাজারে অক্টোবর মাসের সোনার দাম -০.০১ শতাংশ অর্থাৎ ৩৮ টাকা কমে হয়েছে ৪৬,২৮৩.০০ টাকা। অন্যদিকে ডিসেম্বর মাসের রুপোর দাম এদিন ০.৩৩ শতাংশ কমে হয়েছে ৬০,৩৪৯ টাকা।

 

জুয়েলারি শেয়ার হালহকিকত

সোনা-রুপোর দামও সামান্য কমেছে জুয়েলারি মার্কেটের শেয়ারেও। এদিন টাইটান কোম্পানির শেয়ারের দাম -০.৪২ শতাংশ কমে হয়েছে ২,১৫৪.৫০ টাকা। রাজেশ এক্সপোর্টের শেয়ারের দাম ২.৩৬ শতাংশ কমে হয়েছে ৬০০.০৫ টাকা। অন্যদিকে বৈভব গ্লোবালের শেয়ারের দাম ১.৯১ শতাংশ কমে হয়েছে ৭০৮.৭০ টাকা। এছাড়াও কল্যাণ জুয়েলার্সের শেয়ারের দাম -০.০৭ শতাংশ কমে হয়েছে ৭৩.৪০ টাকা। এবং গোল্ডিয়াম ইন্টারের শেয়ারের দাম ০.৯২ শতাংশ বেড়ে হয়েছে ৯৩৪.০০ টাকা।

বিশ্বে সোনা-রুপোর বাজার

বিশ্ববাজারে সোমবার সোনার দাম কমেছে। পাশাপাশি রুপোর দামও এদিন অনেকটাই কমতে দেখা গিয়েছে। এদিন বিশ্ববাজারে সোনার দাম -০.৬০ শতাংশ অর্থাৎ ১০.৫৩ ডলার কমে হয়েছে প্রতি আউন্সের দাম হয়েছে ১,৭৫২.৪৩ টাকা। অন্যদিকে রুপোর দামও -১.২৪ শতাংশ অর্থাৎ ০.২৮ সেন্ট কমে হয়েছে ২২.৩৯ ডলার প্রতি আউন্স।

সোনার মিউচুয়াল ফান্ড

এদিন মিউচুয়াল ফান্ডের দাম বাড়তে দেখা গিয়েছে।। সোমবার অ্যক্সিস গোল্ড ইটিএফ- এর দাম ০.১৫ শতাংশ বেড়ে হয়েছে ৪০.২০ টাকা। বিড়লা গোল্ড ইটিএফ-এর দাম এদিন ছিল ৪,২৫৪.৬৩ টাকা। গোল্ড বিইএএস (Gold BeES) দাম ০.০৫ শতাংশ বেড়ে হয়েছে ৪০.২৭ টাকা হয়েছে। এছাড়াও এইচডিএফসি এবং আইসিআইসিআই গোল্ড ইটিএফ এর দাম যথাক্রমে -০.১৭ শতাংশ কমে এবং ০.০০ শতাংশ বেড়ে হয়েছে ৪১.২৭ টাকা ও ৪১.২৫ টাকা।

প্রসঙ্গত বিশ্ববাজারে গত দুদিন লোকসানের পর ডলারের দাম স্থির থাকায় সোনা সামান্য নীচের দিকে অর্থাৎ প্রতি আউন্স ১৭,৫৯ টাকা ছিল। আর্থিক বৃদ্ধি ধীর গতিতে হওয়ার আশঙ্কার মধ্যে সোনার ব্যবসায়ীরা সপ্তাহের শেষে আমেরিকার চাকরির পরিসংখ্যানের দিকেও নজর রাখবেন। ব্রোকরেজ কোম্পানি জিয়োজিত জানিয়েছে যদি ১৭৬০ ডলারের সমর্থন বজায় থাকে তাহলে সোনার দাম বৃদ্ধি পাওয়ার গতি বাড়তে পারে। হংকংয়ে চিন এভারগ্রান্ডে গ্রুপের শেয়ারের ব্যবসাকে নিষিদ্ধ ঘোষণা করার পর চিনের এভারগ্রান্ডে সংকট আবারও শিরোনামে উঠে এসেছে। বিনিয়োগকারীরা সমস্যায় পড়া এভারগ্রান্ডে সংকটের উপরেও নজর রেখে চলেছেন।

আরও পড়ুন: Petrol Price today: লাগাতার ৪ দিন দাম বাড়ার পর জানুন আজ কত হল পেট্রোল ডিজেলের দাম

Next Article