Gold Price Today: সপ্তাহের শুরুতেই সস্তা হল সোনা, উইকএন্ডের অপেক্ষা করলে ‘লস’ আপনারই!

ঈপ্সা চ্যাটার্জী |

Jan 29, 2024 | 9:04 AM

Gold-Silver Rate: বিয়েবাড়িতে উপহার দেওয়ার জন্য হোক বা ভ্যালেন্টাইন্স ডে-তো প্রিয়জনকে উপহার, সোনা কেনার জন্য সুবর্ণ সুযোগ এটাই। আজ একধাক্কায় বেশ কিছুটা কমল সোনার দাম। অন্যদিকে, যাদের পকেট একটু হালকা, তাদের জন্যও রয়েছে ভাল খবর। অপরিবর্তিত রয়েছে রুপোর দাম।

Gold Price Today: সপ্তাহের শুরুতেই সস্তা হল সোনা, উইকএন্ডের অপেক্ষা করলে লস আপনারই!
ফাইল চিত্র
Image Credit source: Pixabay

Follow Us

কলকাতা: বিয়ের মরশুমে দারুণ খবর। সপ্তাহের শুরুতেই কমল সোনার দাম। বিয়েবাড়িতে উপহার দেওয়ার জন্য হোক বা ভ্যালেন্টাইন্স ডে-তো প্রিয়জনকে উপহার, সোনা কেনার জন্য সুবর্ণ সুযোগ এটাই। আজ একধাক্কায় বেশ কিছুটা কমল সোনার দাম (Gold Price)। অন্যদিকে, যাদের পকেট একটু হালকা, তাদের জন্যও রয়েছে ভাল খবর। অপরিবর্তিত রয়েছে রুপোর দাম (Silver Price)। তাহলে আর দেরী কেন, আজই সোনার দোকানে যান। তার আগে জেনে নিন আজকের সোনা-রুপোর দর-

২২ ক্যারেটের সোনার দাম-

আজ, সোমবার ২২ ক্যারেটের ১০ গ্রাম সোনার দাম রয়েছে ৫৭ হাজার ৬৫০ টাকা। গতকাল ১০ গ্রাম সোনার দাম ছিল ৫৭ হাজার ৭০০ টাকা। অর্থাৎ একদিনে সোনার দাম কমেছে ৫০ টাকা।

২২ ক্যারেটের ১০০ গ্রাম সোনার দাম রয়েছে ৫ লক্ষ ৭৬ হাজার ৫০০ টাকা। একদিনে দাম কমেছে ৫০০ টাকা।

২৪ ক্যারেটের সোনার দাম-

২২ ক্যারেটের মতো ২৪ ক্যারেটের সোনার দামও কমেছে আজ। ১০ গ্রাম সোনার দাম রয়েছে ৬২ হাজার ৯০০ টাকা। গতকালের তুলনায় ৫০ টাকা দাম কমেছে।

১০০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৬ লক্ষ ২৯ হাজার টাকা। গতকালের তুলনায় আজ দাম ৫০০ টাকা কমেছে।

১৮ ক্যারেটের সোনার দাম-

২২ ক্যারেট, ২৪ ক্যারেটের মতো ১৮ ক্যারেটের সোনার দামও কমেছে। ১০ গ্রাম সোনার দাম রয়েছে ৪৭ হাজার ১৭০ টাকা। একদিনে দাম কমেছে ৪০ টাকা।

১৮ ক্যারেটের ১০০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৪ লক্ষ ৭১ হাজার ৭০০ টাকা। গতকালের তুলনায় ৪০০ টাকা দাম কমেছে।

রুপোর দাম-

সোনার দাম কমলেও, আজ অপরিবর্তিত রয়েছে রুপোর দাম। ১০০ গ্রাম রুপোর দাম আজ রয়েছে ৭,৬০০ টাকা। ১ কেজি রুপোর দাম রয়েছে ৭৬ হাজার টাকা।

Next Article