কলকাতা : লক্ষ্মীবারে স্বর্ণলাভ। বৃহস্পতিবারে এক ধাক্কায় অনেকটা দাম কমল সোনার। গণেশ চতুর্থীতে সোনার দামে কোনও ওঠা-নামা দেখা যায়নি। তবে বৃহস্পতিবার বাজার খুলতেই দাম কমল সোনার। এদিন ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম কমেছে ৫০০ টাকা। আর ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম কমেছে ৫৪০ টাকা। সোনার দাম বাড়লেও ঊর্ধ্বমুখী রুপোর দাম। ১ কেজি রুপোর দাম বেড়েছে ৮০০ টাকা।
বুধবার বেলা ১ টা অনুযায়ী কলকাতায় সোনা-রুপোর দাম :
২২ ক্যারেট হলমার্ক সোনা (১ গ্রাম) : ৪,৬৫০ টাকা
২২ ক্যারেট হলমার্ক সোনা (৮ গ্রাম) : ৩৭,২০০ টাকা
২২ ক্যারেট হলমার্ক সোনা (১০ গ্রাম) : ৪৬,৫০০ টাকা
২২ ক্যারেট হলমার্ক সোনা (১০০ গ্রাম) : ৪,৬৫,০০০ টাকা
২৪ ক্যারেট পাকা সোনা (১ গ্রাম) : ৫,০৭৩ টাকা
২৪ ক্যারেট পাকা সোনা (৮ গ্রাম) : ৪০,৫৮৪ টাকা
২৪ ক্যারেট পাকা সোনা (১০ গ্রাম) : ৫০,৭৩০ টাকা
২৪ ক্যারেট পাকা সোনা (১০০ গ্রাম) : ৫,০৭,৩০০ টাকা
১ কেজি রুপোর বাটের দাম : ৫১,৬০০ টাকা
সোনা-রুপোর তুলনামূলক দাম :
বুধবার সোনার দামে কোনও পরিবর্তন হয়নি। গতকাল বিশ্ব বাজারে সোনার দাম সামান্য কমলেও দেশীয় বাজারে সোনার দামে তার কোনও প্রতিফলন দেখা যায়নি। তবে বৃহস্পতিবার বাজার খুলতেই সোনার দামে বড় পতন। গত এক মাসে এদিন সর্বনিম্ন রয়েছে সোনার দাম। সোনার দাম কমলেও এইদিকে ঊর্ধ্বমুখী রুপোর দাম।
গতকাল বিশ্ব বাজারে এক আউন্স সোনার দাম ছিল ১,৭২৩.২৫ মার্কিন ডলার। এদিন তার দাম হয়েছে ১,৭০৩.৬৬ মার্কিন ডলার।
সোনার শেয়ার বাজারের দাম :
বৃহস্পতিবার প্রতিবেদনটি লেখার সময় দাম বেড়েছে টাইটান কোম্পানির শেয়ারের দাম। এদিন এই কোম্পানির শেয়ারের দাম বেড়ে হয়েছে ২,৬২৪.৬০ টাকা। এদিন কল্যাণ জুয়েলারের শেয়ারের দাম বেড়ে হয়েছে ৮২.৭৫ টাকা। এদিন দাম বেড়েছে পিসি জুয়েলারের শেয়ারেরও। এই সংস্থার শেয়ারের দাম রয়েছে ৭১.৬৫ টাকা।