কলকাতা : পুজোর মুখে আবারও পড়ল সোনার দাম। বেশ কিছুদিন ধরেই সোনার দাম নিম্নমুখী ছিল। সপ্তাহের প্রথম দিনে সোনার দামে সেই ট্রেন্ডই বজায় থাকল। এদিন ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম কমেছে ১০০ টাকা। আর ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম কমেছে ১১০ টাকা। সোনার দাম আরও একটু কমায় চওড়া হাসি ক্রেতাদের মুখে। সোনার দাম বাড়লেও এদিন রুপোর দামে কোনও পরিবর্তন দেখা যায়নি।
সোমবার দুপুর ১ টা অনুযায়ী কলকাতায় সোনা-রুপোর দাম :
২২ ক্যারেট হলমার্ক সোনা (১ গ্রাম) : ৪,৫৮৫ টাকা
২২ ক্যারেট হলমার্ক সোনা (৮ গ্রাম) : ৩৬,৬৮০ টাকা
২২ ক্যারেট হলমার্ক সোনা (১০ গ্রাম) : ৪৫,৮৫০ টাকা
২২ ক্যারেট হলমার্ক সোনা (১০০ গ্রাম) : ৪,৫৮,৫০০ টাকা
২৪ ক্যারেট পাকা সোনা (১ গ্রাম) : ৫,০০২ টাকা
২৪ ক্যারেট পাকা সোনা (৮ গ্রাম) : ৪০,০১৬ টাকা
২৪ ক্যারেট পাকা সোনা (১০ গ্রাম) : ৫০,০২০ টাকা
২৪ ক্যারেট পাকা সোনা (১০০ গ্রাম) : ৫,০০,২০০ টাকা
১ কেজি রুপোর বাটের দাম : ৫৬,৭০০ টাকা
সোনা-রুপোর তুলনামূলক দাম :
পুজোর মরসুমে সোনার দাম নিম্নমুখী। গত এক সপ্তাহ ধরে ক্রমান্বয়ে দাম কমছে হলুদ ধাতুর। তবে মাঝে একদিন সামান্য বেড়েছিল সোনার। তবে সোমবার ফের দাম কমল।
শনিবার বিশ্ব বাজারে এক ট্রয় আউন্স সোনার দাম ছিল ১,৬৮৬ মার্কিন ডলার। সোমবার আন্তর্জাতিক বাজারে খানিকটা দাম কমেছে সোনার। এদিন বিশ্ব বাজারে এক ট্রয় আউন্স সোনার দাম রয়েছে ১,৬৭৬.৮৮ মার্কিন ডলার। এর ফলে দেশীয় বাজারেও সামান্য দাম কমেছে হলুদ ধাতুর।
সোনার শেয়ার বাজারের দাম :
সোমবার প্রতিবেদনটি লেখার সময় দাম বেড়েছে টাইটান কোম্পানির শেয়ারের। এদিন এই কোম্পানির শেয়ারের দাম বেড়ে হয়েছে ২,৬১৯.৭০ টাকা। এদিন কল্যাণ জুয়েলারের শেয়ারের দাম বেড়ে হয়েছে ৯৭.২০ টাকা। দাম বেড়েছে পিসি জুয়েলারের শেয়ারেরও। এই সংস্থার শেয়ারের দাম বেড়ে হয়েছে ৭৩.৫৫ টাকা