Gold Price Today: বিয়েতে গিফ্ট দিতে পারবেন সোনা, ঝুপ করে কমল দাম! আজকের রেট কত?
Gold Rate in Kolkata: প্রতি সপ্তাহেই দু-তিনটে করে বিয়েবাড়ি। অনেকের আবার নিজেরই বিয়ে। আর বিয়ে মানেই তো সোনা চাই-ই চাই। তবে যে হারে বাড়ছে সোনার দাম, তাতে অনেকেরই সাধ্যের বাইরে এখন সোনা। তবে বিয়ের মরশুমে সামান্য স্বস্তি মিলল। কমল সোনার দাম।

কলকাতা: বিয়ের মরশুম চলছে। প্রতি সপ্তাহেই দু-তিনটে করে বিয়েবাড়ি। অনেকের আবার নিজেরই বিয়ে। আর বিয়ে মানেই তো সোনা চাই-ই চাই। তবে যে হারে বাড়ছে সোনার দাম, তাতে অনেকেরই সাধ্যের বাইরে এখন সোনা। তবে বিয়ের মরশুমে সামান্য স্বস্তি মিলল। কমল সোনার দাম। পাশাপাশি রুপোর দামও আজ সামান্য কমেছে।
২৪ ক্যারেটের সোনার দাম-
আজ, ২৪ নভেম্বর ২৪ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম রয়েছে ১২ হাজার ৫৮৩ টাকা। ১০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ১ লক্ষ ২৫ হাজার ৮৩০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ১২ হাজার ৫৮ হাজার ৩০০ টাকা। একদিনে ১০০ টাকা দাম কমেছে সোনার।
২২ ক্যারেটের সোনার দাম-
২২ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম আজ রয়েছে ১১ হাজার ৫৩৪ টাকা। ১০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ১ লক্ষ ১৫ হাজার ৩৫০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ১১ লক্ষ ৫৩ হাজার ৪০০ টাকা। একদিনে ১০০ টাকা দাম কমেছে সোনার।
১৮ ক্যারেটের সোনার দাম-
১৮ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম রয়েছে ৯ হাজার ৪৩৭ টাকা। ১০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৯৪ হাজার ৩৭০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম রয়েছে ৯ লক্ষ ৪৩ হাজার ৭০০ টাকা। একদিনে ১০০ টাকা দাম বেড়েছে সোনার।
রুপোর দাম-
আজ রুপোর দামও সামান্য কমেছে। ১০০ গ্রাম রুপোর দাম আজ রয়েছে ১৬ হাজার ৩৯০ টাকা। ১ কেজি রুপোর দাম আজ রয়েছে ১ লক্ষ ৬৩ ৯০০ টাকা। একদিনে ১০০ টাকা দাম কমেছে রুপোর।
