কলকাতা: ফেব্রুয়ারির শেষে বিয়ের মরশুমে পরপর দাম কমছিল সোনার Gold Price Today)। ক্রেতারাও সাময়িক স্বস্তি পেয়েছিলেন। তবে সেই স্বস্তি বেশিদিন থাকল না। গরম হাওয়ার সঙ্গে সঙ্গে উত্তাপ বাড়ছে সোনার বাজারেও। মার্চের প্রথম থেকেই ঊর্ধ্বমুখী হলুদ ধাতুর দর। আজও দাম বাড়ল হলুদ ধাতুর। বৃহস্পতিবার ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম বাড়ল ১৫০ টাকা। এবং ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম বেড়েছে ১৬০ টাকা। এদিকে সোনার দাম বাড়লেও রুপোর দাম (Silver Price Today) নিম্নমুখী। আজ ১ কেজি রুপোর দাম কমেছে ৫০০ টাকা।
বৃহস্পতিবার সকাল ১১ টা অনুযায়ী কলকাতায় সোনা-রুপোর দাম :
২২ ক্যারেট হলমার্ক সোনা (১ গ্রাম) : ৫,১৭৫ টাকা
২২ ক্যারেট হলমার্ক সোনা (৮ গ্রাম) : ৪১,৪০০ টাকা
২২ ক্যারেট হলমার্ক সোনা (১০ গ্রাম) : ৫১,৭৫০ টাকা
২২ ক্যারেট হলমার্ক সোনা (১০০ গ্রাম) : ৫,১৭,৫০০ টাকা
২৪ ক্যারেট পাকা সোনা (১ গ্রাম) : ৫,৬৪৫ টাকা
২৪ ক্যারেট পাকা সোনা (৮ গ্রাম) : ৪৫,১৬০ টাকা
২৪ ক্যারেট পাকা সোনা (১০ গ্রাম) : ৫৬,৪৫০ টাকা
২৪ ক্যারেট পাকা সোনা (১০০ গ্রাম) : ৫,৬৪,৫০০ টাকা
১ কেজি রুপোর বাটের দাম : ৬৬,৫০০ টাকা
সোনা-রুপোর তুলনামূলক দাম :
পরপর তিনদিন দাম বাড়ল সোনার। তিনদিনে মোট ৪৩০ টাকা দামি হয়েছে ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনা। এদিকে আজ যখন সোনার দাম বেড়েছে উল্টো ট্রেন্ড দেখা গিয়েছে রুপোর দাম। আজ দাম কমেছে রুপোর।
আজ বিশ্ব বাজারে সোনার দামে কোনও হেরফের দেখা যায়নি। গতকাল বিশ্ব বাজারে ১ ট্রয় আউন্স স্পট গোল্ডের দাম ছিল ১,৮৩১.৬৪ মার্কিন ডলার। আজও তাই রয়েছে স্পট গোল্ডের দাম।
সোনার শেয়ার বাজারের দাম :
বৃহস্পতিবার প্রতিবেদনটি লেখার সময় দাম কমেছে টাইটান কোম্পানির শেয়ারের। এ দিন এই সংস্থার শেয়ারের দাম কমে হয়েছে ২,৩৭৯.১০ টাকা। এ দিন কল্যাণ জুয়েলারের শেয়ারের দাম কমে হয়েছে ১১৪.৭৫ টাকা। আজ দাম বেড়েছে পিসি জুয়েলারের শেয়ারের। এই সংস্থার শেয়ারের দাম বেড়ে হয়েছে ২৯.৯৮ টাকা।