AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Gold Price Today: দাম কমার পরই মাসের শেষে ফের বাড়ল সোনার দাম, এখন কত দাম হল হলুদ ধাতুর?

Gold-Silver Price in Kolkata on 30 October 2025: ধনতেরাসের আগে ক্রমাগত ঊর্ধ্বমুখী ছিল সোনার দাম। উৎসবের মরশুম কাটতেই হু হু করে কমতে শুরু করেছিল সোনার দাম। তবে মাসের শেষে এসে আবার বাড়ছে সোনার দাম। সোনার পাশাপাশি রুপোর দামও বেড়েছে।

Gold Price Today: দাম কমার পরই মাসের শেষে ফের বাড়ল সোনার দাম, এখন কত দাম হল হলুদ ধাতুর?
ফাইল চিত্র।Image Credit: Canva
| Updated on: Oct 30, 2025 | 10:00 AM
Share

কলকাতা: মাসের শেষে আবার বাড়ল সোনার দাম। ধনতেরাসের আগে ক্রমাগত ঊর্ধ্বমুখী ছিল সোনার দাম। উৎসবের মরশুম কাটতেই হু হু করে কমতে শুরু করেছিল সোনার দাম। তবে মাসের শেষে এসে আবার বাড়ছে সোনার দাম। সোনার পাশাপাশি রুপোর দামও বেড়েছে। বিয়ের মরশুমে কতটা বাড়ল সোনার দাম, দেখে নিন-

২৪ ক্যারেট সোনার দাম-  

আজ, ৩০ অক্টোবর ২৪ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম রয়েছে ১২ হাজার ২৪১ টাকা। ১০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ১ লক্ষ ২২ হাজার ৪১০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম ১২ লক্ষ ২৪ হাজার ১০০ টাকা। একদিনে ১০০ টাকা দাম বেড়েছে সোনার।

২২ ক্যারেট সোনার দাম-

আজ ২২ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম রয়েছে ১১ হাজার ২২১ টাকা। ১০ গ্রাম সোনার দাম রয়েছে ১ লক্ষ ১২ হাজার ২১০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম রয়েছে ১১ লক্ষ ২২ হাজার ১০০ টাকা। একদিনে ১০০ টাকা দাম বেড়েছে।

১৮ ক্যারেট সোনার দাম-

আজ ১৮ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৯ হাজার ১৮১ টাকা। ১০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৯১ হাজার ৮১০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৯ লক্ষ ১৮ হাজার ১০০ টাকা। একদিনে ১০০ টাকা দাম বেড়েছে সোনার।

রুপোর দাম-

আজ সোনার দাম বাড়ার পাশাপাশি রুপোর দামও বেড়েছে। ১০০ গ্রাম রুপোর দাম আজ রয়েছে ১৫ হাজার ২১০ টাকা। ১ কেজি রুপোর দাম রয়েছে ১ লক্ষ ৫২ হাজার ১০০ টাকা। একদিনে ১০০ টাকা দাম বেড়েছে রুপোর।