AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Gold Price Today: মধ্যবিত্তের মাথায় বাজ, ৭৪ হাজারের গণ্ডি পার সোনার! সস্তায় সোনা কিনুন এইভাবে…

Gold-Silver Rate: যুদ্ধের জেরে মধ্যবিত্তের নাগালের বাইরে চলে গিয়েছে সোনা। খুব একটা কম দাম নয় রুপোরও। ৮৬ হাজারের গণ্ডি পার করেছে রুপোর দামও। বৈশাখে রয়েছে একাধিক বিয়ের তারিখ। বিয়ের মরশুমে সস্তায় যদি সোনা কিনতে হয়, তবে ভরসা একমাত্র ১৮ ক্যারেটের সোনা।

Gold Price Today: মধ্যবিত্তের মাথায় বাজ, ৭৪ হাজারের গণ্ডি পার সোনার! সস্তায় সোনা কিনুন এইভাবে...
প্রতীকী চিত্রImage Credit: Facebook
| Updated on: Apr 17, 2024 | 10:46 AM
Share

কলকাতা: নাগালের বাইরে সোনার দাম। পশ্চিম এশিয়ায় ইজরায়েল-ইরানের সংঘর্ষ বাধতেই চড়চড়িয়ে বাড়তে শুরু করেছে সোনার দাম। যুদ্ধের জেরে মধ্যবিত্তের নাগালের বাইরে চলে গিয়েছে সোনা। খুব একটা কম দাম নয় রুপোরও। ৮৬ হাজারের গণ্ডি পার করেছে রুপোর দামও। বৈশাখে রয়েছে একাধিক বিয়ের তারিখ। বিয়ের মরশুমে সস্তায় যদি সোনা কিনতে হয়, তবে ভরসা একমাত্র ১৮ ক্যারেটের সোনা। ২২ বা ২৪ ক্যারেটের সোনার থেকে তুলনামূলকভাবে কম দাম ১৮ ক্যারেটের সোনার। আজ যদি সোনা বা রুপো কেনার পরিকল্পনা থাকে, তবে আজকের সোনা-রুপোর দর কত রয়েছে, জেনে নিন-

  ২২ ক্যারেটের সোনার দাম-

আজ, ১৭ এপ্রিল ২২ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম রয়েছে ৬৭৯৫ টাকা। ১০ গ্রাম সোনার দাম ৬৭ হাজার ৯৫০ টাকা। ১০০ গ্রাম সোনা কিনতে খরচ পড়বে ৬ লক্ষ ৭৯ হাজার ৫০০ টাকা।

২৪ ক্যারেটের সোনার দাম-

২৪ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৭৪১৩ টাকা। ১০ গ্রাম সোনার দাম ৭৪ হাজার ১৩০ টাকা।

১৮ ক্যারেটের সোনার দাম-

১৮ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৫৫৫৯ টাকা। ১০ গ্রাম সোনা কিনতে খরচ পড়বে ৫৫ হাজার ৫৯০ টাকা।

রুপোর দাম-

সোনার দামে পরিবর্তন না হলেও, আজ সামান্য কমেছে রুপোর দাম। ১০০ গ্রাম রুপোর দর আজ রয়েছে ৮৬৫০ টাকা। গতকালের তুলনায় ৫০ টাকা দাম কমেছে। ১ কেজি রুপোর দাম রয়েছে ৮৬ হাজার ৫০০ টাকা। গতকালের তুলনায় ৫০০ টাকা দাম কমেছে।