কলকাতা : কিছুদিন দাম কমতে না কমতেই ফের ঊর্ধ্বমুখী হয়েছিল সোনার দাম। তবে রবিবার সোনার দামে কোনও পরিবর্তন দেখা গেল না। শনিবারের দামই এদিন বহাল রইল। গতকাল বাজার বন্ধের সময় ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ছিল ৪৭,৬৮০ টাকা। এদিন সেই দামেই মিলছে হলুদ ধাতু। সোনার দামে কোনও ফারাক না হলেও এদিন কমল রুপোর দাম।
রবিবার বেলা ১ টা অনুযায়ী কলকাতায় সোনা-রুপোর দাম :
২২ ক্যারেট হলমার্ক সোনা (১ গ্রাম) : ৪,৭৬৮ টাকা
২২ ক্যারেট হলমার্ক সোনা (৮ গ্রাম) : ৩৮,১৪৪ টাকা
২২ ক্যারেট হলমার্ক সোনা (১০ গ্রাম) : ৪৭,৬৮০ টাকা
২২ ক্যারেট হলমার্ক সোনা (১০০ গ্রাম) : ৪,৭৬,৮০০ টাকা
২৪ ক্যারেট পাকা সোনা (১ গ্রাম) : ৫,২০১ টাকা
২৪ ক্যারেট পাকা সোনা (৮ গ্রাম) : ৪১,৬০৮ টাকা
২৪ ক্যারেট পাকা সোনা (১০ গ্রাম) : ৫২,০১০ টাকা
২৪ ক্যারেট পাকা সোনা (১০০ গ্রাম) : ৫,২০,১০০ টাকা
১ কেজি রুপোর বাটের দাম : ৬০,৯০০ টাকা
সোনা-রুপোর তুলনামূলক দাম :
বেশ কয়েকদিন ধরে ঊর্ধ্বমুখী থাকার পর গতকাল সামান্য দাম কমেছিল সোনার। রবিবার সেই দামই বহাল রয়েছে। এদিন সামান্য কমেছে রুপোর দাম। ১ কেজি রুপোর দাম কমেছে ১০০ টাকা।
এদিন বিশ্ব বাজারে সামান্য দাম কমল সোনার। এদিন এক ট্রয় আউন্স সোনার দাম হয়েছে ১,৮৪০.৩৫ মার্কিন ডলার।
সোনার শেয়ার বাজারের দাম :
রবিবার টাইটান কোম্পানির শেয়ারের দাম রয়েছে ১,৯৩৫.৩৫ টাকা। কল্যাণ জুয়েলারের শেয়ারের দাম রয়েছে ৫৬.৬৫ টাকা। আর আজ পিসি জুয়েলারের শেয়ারের দাম রয়েছে ২৩.৯০ টাকা।