Gold Price Today: গণেশ চতুর্থীতে সোনা বর্ষণ! একদিনেই ৪৪০০ টাকা কমে গেল সোনার দাম, এমন সুযোগ আর পাবেন না

Gold-Silver Rate: গণেশ চতুর্থীতে রয়েছে অসাধারণ অফার। একধাক্কায় প্রায় ৪৫০০ টাকা সস্তা হয়ে গেল সোনা। শুধু সোনা নয়, প্রচুর সস্তা হয়ে গিয়েছে রুপোও। একদিনে ২৫০০ টাকা কমেছে রুপোর দাম।

Gold Price Today: গণেশ চতুর্থীতে সোনা বর্ষণ! একদিনেই ৪৪০০ টাকা কমে গেল সোনার দাম, এমন সুযোগ আর পাবেন না
প্রতীকী চিত্রImage Credit source: Meta AI
Follow Us:
| Updated on: Sep 07, 2024 | 11:49 AM

কলকাতা: আজ গণেশ চতুর্থী। দুর্গা পুজো প্রায় এসেই গেল। আর গণেশ চতুর্থীতে রয়েছে অসাধারণ অফার। একধাক্কায় প্রায় ৪৫০০ টাকা সস্তা হয়ে গেল সোনা। শুধু সোনা নয়, প্রচুর সস্তা হয়ে গিয়েছে রুপোও। একদিনে ২৫০০ টাকা কমেছে রুপোর দাম। পুজোর আগেই এত সস্তা হয়ে গেল সোনা-রুপো। এমন সুযোগ আর কিন্তু পাবেন না। তাই আজই যান সোনার দোকানে।

২২ ক্যারেট সোনার দাম-

আজ, শনিবার ২২ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম রয়েছে ৬৬৮০ টাকা। ১০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৬৬ হাজার ৮০০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম রয়েছে ৬ লক্ষ ৬৮ হাজার টাকা। একদিনেই ২২ ক্যারেটের সোনার দাম ৪০০০ টাকা কমেছে।

২৪ ক্যারেট সোনার দাম-

২৪ ক্যারেটের সোনার দামও আজ কমেছে। ১ গ্রাম সোনা কিনতে আজ খরচ পড়বে ৭২৮৭ টাকা। ১০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৭২ হাজার ৮৭০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম রয়েছে ৭ লক্ষ ২৮ হাজার ৭০০ টাকা। একদিনেই ৪৪০০ টাকা সোনার দাম কমেছে।

১৮ ক্যারেট সোনার দাম-

১৮ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৫৪৬৬ টাকা। ১০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৫৪ হাজার ৬৬০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৫ লক্ষ ৪৬ হাজার ৬০০ টাকা। একদিনে ৩২০০ টাকা দাম কমেছে সোনার।

রুপোর দাম-

সোনার পাশাপাশি আজ রুপোর দামও কমেছে। ১০০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৮৪৫০ টাকা। ১ কেজি রুপো কিনতে খরচ পড়বে ৮৪ হাজার ৫০০ টাকা। একদিনে ২৫০০ টাকা দাম কমেছে।