Gold Price Today : সোনা ক্রেতাদের মুখে চওড়া হাসি, ফের এক ধাক্কায় অনেকটা দাম কমল হলুদ ধাতুর

TV9 Bangla Digital | Edited By: অঙ্কিতা পাল

Aug 03, 2022 | 12:11 PM

Gold Price Today : বুধবার দাম কমল হলুদ ধাতুর। ২০০ টাকা সস্তা হল ১০ গ্রাম ২২ ক্যারেট সোনা। আর দাম কমল রুপোরও।

Gold Price Today : সোনা ক্রেতাদের মুখে চওড়া হাসি, ফের এক ধাক্কায় অনেকটা দাম কমল হলুদ ধাতুর
ফাইল ছবি

Follow Us

কলকাতা : বুধবার সকালেই মিলল স্বস্তি। সোনার দামে বড় পতন দেখা গিয়েছে। গতকাল বেশ খানিকটা দাম বেড়েছিল সোনার। এদিন সকালেই দাম কমল হলুদ ধাতুর। এদিকে ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম কমেছে ২০০ টাকা। আর ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম কমেছে ২১০ টাকা। সোনার পাশাপাশি দাম কমেছে রুপোরও। এদিন ১ কেজি রুপোরও দাম কমেছে ৫০০ টাকা।

বুধবার সকাল ১১ টা অনুযায়ী কলকাতায় সোনা-রুপোর দাম :

২২ ক্যারেট হলমার্ক সোনা (১ গ্রাম) : ৪,৭১৫ টাকা

২২ ক্যারেট হলমার্ক সোনা (৮ গ্রাম) : ৩৭,৭২০ টাকা

২২ ক্যারেট হলমার্ক সোনা (১০ গ্রাম) : ৪৭,১৫০ টাকা

২২ ক্যারেট হলমার্ক সোনা (১০০ গ্রাম) : ৪,৭১,৫০০ টাকা

২৪ ক্যারেট পাকা সোনা (১ গ্রাম) : ৫,১৪৪ টাকা

২৪ ক্যারেট পাকা সোনা (৮ গ্রাম) : ৪১,১৫২ টাকা

২৪ ক্যারেট পাকা সোনা (১০ গ্রাম) : ৫১,৪৪০ টাকা

২৪ ক্যারেট পাকা সোনা (১০০ গ্রাম) : ৫,১৪,৪০০ টাকা

১ কেজি রুপোর বাটের দাম : ৫৭,৫০০ টাকা

সোনা-রুপোর তুলনামূলক দাম :

মঙ্গলবার বেশ খানিকটা দাম বেড়েছিল সোনার। তবে বুধবার সকালেই ফের দাম কমল হলুদ ধাতুর। গতকালের থেকে ২০০ টাকা সস্তা হল সোনা। এদিন ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম কমেছে ২০০ টাকা। গতকাল রুপোর দামে কোনও হেরফের হয়নি। তবে এদিন বেশ খানিকটা দাম কমেছে রুপোর। ১ কেজির রুপোর দাম কমেছে ৫০০ টাকা।

বিগত এক মাস বিভিন্ন সময়ে বিশ্ব বাজারে দাম কমেছিল সোনার। গতকাল আন্তর্জাতিক বাজারে খানিকটা দাম বেড়েছিল সোনার। এদিন ফের সামান্য পতন হল সোনার দামে। এক ট্রয় আউন্স সোনার দাম রয়েছে ১,৭৬৬.৬৬ মার্কিন ডলার।

সোনার শেয়ার বাজারের দাম :

বুধবার দাম কমল টাইটান কোম্পানির শেয়ারের। প্রতিবেদনটি লেখার সময় টাইটান কোম্পানির শেয়ারের দাম রয়েছে ২,৩৬৭.৯৫ টাকা। এদিন কল্যাণ জুয়েলারের শেয়ারের দাম রয়েছে ৬৫.৬৫ টাকা। আর পিসি জুয়েলারের শেয়ারের দাম কমে হয়েছে ৫১ টাকা।

Next Article