AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Gold Rates Today: ৮০ হাজার টাকা ছুঁইছুঁই সোনার দাম! বিয়ের মরসুমের আগেই ‘আতঙ্কে’ মধ্যবিত্ত

Gold Rates Today: শীঘ্রই ৮০ হাজারের গন্ডি ছুঁয়ে ফেলবে সোনা, তা হাড়ে হাড়ে টের পাচ্ছে মধ্যবিত্ত বাঙালি। সুতরাং, এটাই সুযোগ স্বর্ণলাভের।

Gold Rates Today: ৮০ হাজার টাকা ছুঁইছুঁই সোনার দাম! বিয়ের মরসুমের আগেই 'আতঙ্কে' মধ্যবিত্ত
প্রতীকী ছবিImage Credit: PTI
| Updated on: Jan 11, 2025 | 1:39 PM
Share

কলকাতা: নতুন বছরে সোনার ভোল বদল। বছরের প্রথম দিন থেকেই উর্দ্ধমুখী সোনার দাম। ফলত, বিয়ের মরসুমের আগেই চিন্তা বেড়েছে বাঙালির। শনিবারও সোনার দামে কমতি নেই। শীঘ্রই ৮০ হাজারের গন্ডি ছুঁয়ে ফেলবে সোনা, তা হাড়ে হাড়ে টের পাচ্ছে মধ্যবিত্ত বাঙালি। সুতরাং, এটাই সুযোগ স্বর্ণলাভের।

২২ ক্যারেট সোনার দাম-

গতকালের তুলনায় এক ধাপ দাম বাড়ল ২২ ক্যারেট সোনার। এদিন ১ গ্রাম সোনার দাম ছুঁয়েছে ৭ হাজার ২৮৬ টাকা। ১০ গ্রাম সোনার দাম হয়েছে ৭২ হাজার ৮৬০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম হয়েছে ৭ লক্ষ ২৮ হাজার ৮৬০ টাকা।

২৪ ক্যারেট সোনার দাম-

অর্থনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, বাজারে আপাতত দরের খেলা ঘোরাচ্ছে ২৪ ক্যারেট সোনা। ইতিমধ্যে ৮০ হাজার টাকা ছুঁইছুঁই পরিস্থিতি। এদিন আবার আরও একটু বেড়ে ১ গ্রাম ২৪ ক্যারেট সোনার দর দাঁড়াল ৭ হাজার ৯৪৮ টাকায়। ১০ গ্রাম সোনার দর দাঁড়াল ৭৯ হাজার ৪৮০ টাকায়। ১০০ গ্রাম সোনার দর দাঁড়াল ৭ লক্ষ ৯৪ হাজার ৮০০ টাকায়।

১৮ ক্যারেট সোনার দাম-

চাহিদা কম হওয়ায় বাকি তুলনায় একটু নীচেই ছুটছে ১৮ ক্যারেট সোনার দাম। অন্যদের দাম বাড়ায় প্রভাব পড়েছে এই সোনাতেও। কিন্তু এখনও মধ্যবিত্তের সাধ্যের বাইরে যায়নি এটি। গতকালের তুলনায় দাম বেড়েছে ১২০০ টাকা। বর্তমানে ১ গ্রাম সোনার দাম রয়েছে ৫ হাজার ৯৭৩ টাকা। ১০ গ্রাম সোনার দাম রয়েছে ৫৯ হাজার ৭৩০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম রয়েছে ৫ লক্ষ ৯৭ হাজার ৩০০ টাকা।

রুপোর দাম-

রুপোর দাম আপাতত স্থিতিশীল। গতকাল এক লাফে বেড়ে গিয়েছিল হাজার টাকা। তবে বর্তমানে গ্রামে প্রতি ৯৩ টাকার ভিত্তিতে, এক কেজি রুপোর দাম রয়েছে ৯০ হাজার ৫০০ টাকায়।