কলকাতা: অনেকেই বিনিয়োগের জন্য, আবার অনেকে শুধুমাত্র ব্যবহারের জন্য সোনা, রুপো বা প্ল্যাটিনামের মতো মূল্যবান ধাতু কেনেন৷ গত কয়েক মাস ধরে আন্তর্জাতিক বাজারে একটানা দাম বৃদ্ধির পর, গত কয়েকদিন ধরে নিম্নগতি দেখা যাচ্ছে সোনার দামে। রুপোর দাম আবার সোনার দামের সঙ্গে তাল মিলিয়ে চলে। সোনার দাম বাড়লে, রুপোর দামও বাড়ে। গত কয়েক মাসে, আন্তর্জাতিক বাজারের সঙ্গে তাল মিলিয়ে রুপোর দাম বেড়েছে। তবে, ফেব্রুয়ারির শেষ সপ্তাহে তিন মূল্যবান ধাতুর দামেই পতন দেখা গিয়েছিল। সেই প্রবণতা বজায় রয়েছে মার্চের প্রথম দিনও। আজ যদি সোনা, রুপো বা প্ল্যাটিনাম কিনতে চান, তাহলে আগে জেনে নিন কলকাতায় এদিন কত দর যাচ্ছে এই তিন মূল্যবান ধাতুর?
২২ ক্যারেটের সোনার দাম
এদিন কলকাতায় ২২ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম রয়েছে ৫,৭৫৮ টাকা। গতকাল ছিল ৫,৭৫৯ টাকা। অর্থাৎ, ১ টাকা কমেছে দাম।
২৪ ক্যারেটের সোনার দাম
২২ ক্যারেটের মতোই ২৪ ক্যারেটের ১ গ্রাম সোনার দামও এদিন ১ টাকাই কমেছে। শুক্রবার, ২৪ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম পড়বে ৬,২৮২ টাকা।
১৮ ক্যারেটের সোনার দাম
একইভাবে ১৮ ক্যারেটের ১ গ্রাম সোনার দামও ১ টাকা কমে হয়েছে ৪,৭১১ টাকা।
রুপোর দাম
গত কয়েক মাস ধরে, আন্তর্জাতিক বাজারের সঙ্গে পাল্লা দিয়ে কলকাতাতেও রুপোর দাম বেড়েছে। বছরের শুরু থেকে, রুপোর দাম প্রায় ৫ থেকে ৭ শতাংশ বেড়েছে। শুক্রবারও প্রতি গ্রাম রুপোর দাম ১০ পয়সা বেড়েছে। এদিন কলকাতায় ১ গ্রাম রুপোর দাম পড়বে ৭৪.৩০ টাকা।
প্ল্যাটিনামের দাম
সোনার মতো দাম কমেছে প্ল্যাটিনামেরও। শুক্রবার কলকাতায় ১ গ্রাম প্ল্যাটিনামের দাম পড়বে ২,৩৩৯ টাকা। গতকাল ১ গ্রাম প্ল্যাটিনামের দাম ছিল ২,৩৪৫ টাকা। কাজেই গতকালের তুলনায় প্ল্যাটিনামের দাম কমেছে প্রতি গ্রামে ৬ টাকা।