নয়া দিল্লি: রাখি বন্ধন উৎসবের একদিন পরই ফের খানিকটা বাড়ল সোনার দাম। সোনার পাশাপাশি দাম বেড়েছে রুপোরও। আন্তর্জাতিক বাজারেও সোনা-রুপোর দাম সোমবার ঊর্ধ্বমুখী।
সোমবার ২৩ অগস্ট সোনার দাম প্রতি ১০ গ্রামে ৭ টাকা বেড়েছে। ফলে প্রতি ১০ গ্রাম সোনার গ্রাম এদিন হল ৪৬ হাজার ২২৩ টাকা। এর আগে প্রতি ১০ গ্রাম সোনার দাম ছিল ৪৬ হাজার ২১৬ টাকা। অন্যদিকে শুধু সোনার বাজারেই নয় সোমবার দামের পারদ কিছুটা উপরমুখী রুপোর দামও। বাজার খোলার পর দাম বেড়েছে ৩৭৭ টাকা প্রতি কিলোগ্রামে। ২৩ অগস্ট প্রতি কিলোগ্রাম রুপোর দাম হয়েছে ৬০ হাজার ৮৬৪ টাকা। যা ছিল ৬০ হাজার ৪৮৭ টাকা।
গত একমাসে ৬৯ হাজার টাকা থেকে রুপোর দাম ৬২ হাজার টাকা অবধি নেমেছিল। বিনিয়োগকারীদের ক্ষেত্রে নিঃসন্দেহে এই দামের পতন একটা বড় সুযোগ। এসএমসি গ্লোবালের বন্দনা ভারতী জানান, “আমার মনে হয় রুপোর দাম যদি ৫৯০০০-৬০০০০-এর মধ্যে নামেও তবে তা কেনার জন্য যথোপযুক্ত। সকলেই দাম কমার অপেক্ষায় থাকেন।” সোনার বাজারের ক্ষেত্রেও বিনিয়োগকারীদের জন্য খুব খারাপ সময় নয়। বরং গত কয়েক মাসের তুলনায় ছবিটা একটু ভালই হয়েছে।
করোনার কোপে সারা দেশের নানা জায়গায় লকডাউন চলেছে। লকডাউনের জেরে ধাক্কা খেয়েছে সোনার চাহিদা। করোনার কারণে সৃষ্ট অর্থনৈতিক সংকট ও নানা জটিল সমীকরণের কারণে বিশ্ব বাজারে সোনার দাম বেড়েছে। খুচরো ব্যবসায়ীদের মতে, সোনার চাহিদা আগের থেকে কমেছে। এখন বেঁচে থাকাটাই মানুষের কাছে যেন প্রধান দায় হয়ে উঠেছে। এ মাসে এখনও অবধি ১০ গ্রাম সোনার দাম ৪৫ হাজার ৬০০ টাকা অবধি হয়েছে। গত চার মাসে যা সব থেকে কম। গত কয়েক সপ্তাহে সোনার দাম তাও কিছুটা কমেছে। যদিও মনে করা হচ্ছে আগামী কয়েকদিনে ফের বাড়তে পারে সোনার দাম। সামনেই উৎসবের মরসুম।
দামের পার্থক্য
বিদেশ থেকে ভারতে সোনা-রুপো আমদানির ক্ষেত্রে সরকারি নিয়ন্ত্রণ থাকলেও ঘরোয়া বাজারে এর মূল্য নির্ধারণে কোনও নিয়ন্ত্রক সংস্থা নেই। এক্ষেত্রে শহরে শহরে ব্যবসায়ী সমিতিগুলির প্রাধান্য লক্ষ্য করা যায়। এ ছাড়া রাজ্যে রাজ্যে গয়নার উপরে করের হারও ভিন্ন। যে কারণে একেক রাজ্যে, এমনকি একই রাজ্যের মধ্যেকার শহরগুলিতে সোনার দামে পার্থক্য লক্ষ্য করা যায়। কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলের দৈনিক সোনার দাম নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ওয়েস্ট বেঙ্গল বুলিয়ন মার্চেন্ট অ্যান্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশন (WBBMJA)। কলকাতা ও রাজ্যের বড় সংখ্যক গয়নার আউটলেট WBBMJA-র দৈনিক সোনা-রুপোর দাম ফলো করে থাকে বলে সংগঠনের এক পদস্থ কর্তা জানিয়েছেন। আরও পড়ুন: বিশ্লেষণ: সোনার গয়নার বাধ্যতামূলক হলমার্ক, ঘোষণা কেন্দ্রীয় সরকারের