LPG Cylinder: ফের বড় সিদ্ধান্ত কেন্দ্রের, আরও ১ বছর কম দামেই মিলবে রান্নার গ্যাস

ঈপ্সা চ্যাটার্জী |

Mar 31, 2024 | 9:38 AM

LPG Cylinder Subsidy: ঘরে ঘরে গ্যাস সিলিন্ডার সংযোগ পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছিল মোদী সরকার। সেই প্রকল্পই হল উজ্জ্বলা যোজনা। এই প্রকল্পের অধীনে ১৪.২ কেজির এলপিজি সিলিন্ডারে ভর্তুকি দেওয়া হয় কেন্দ্রের তরফে। বছরে ১২টি সিলিন্ডারে ৩০০ টাকা করে ভর্তুকি দেওয়া হয়।

LPG Cylinder:  ফের বড় সিদ্ধান্ত কেন্দ্রের, আরও ১ বছর কম দামেই মিলবে রান্নার গ্যাস
ফাইল চিত্র
Image Credit source: Twitter

Follow Us

নয়া দিল্লি: নতুন অর্থবর্ষের শুরু হওয়ার আগেই বড় সুখবর। রান্নার গ্যাস নিয়ে বড় খবর দিল কেন্দ্র। সরকারের এই সিদ্ধান্তে হাসি ফুটবে গৃহস্থের মুখে। কী এই সিদ্ধান্ত? কেন্দ্রের তরফে জানানো হল, আরও এক বছরের জন্য ভর্তুকি বাড়ানো হল এলপিজি সিলিন্ডারে। অর্থাৎ নতুন অর্থবর্ষে ২০২৪-২৫-এও সাধারণ মানুষ এলপিজি সিলিন্ডার পিছু ৩০০ টাকা করে ভর্তুকি পাবেন।

ঘরে ঘরে গ্যাস সিলিন্ডার সংযোগ পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছিল মোদী সরকার। সেই প্রকল্পই হল উজ্জ্বলা যোজনা। এই প্রকল্পের অধীনে ১৪.২ কেজির এলপিজি সিলিন্ডারে ভর্তুকি দেওয়া হয় কেন্দ্রের তরফে। বছরে ১২টি সিলিন্ডারে ৩০০ টাকা করে ভর্তুকি দেওয়া হয়। সরাসর গ্রাহকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টেই এই ভর্তুকির টাকা জমা পড়ে।

২০২৪ সালের ৩১ মার্চ অবধি এই উজ্জ্বলা যোজনার মেয়াদ ছিল। তবে মার্চ মাসের শুরুতেই কেন্দ্রের অর্থনৈতিক বিষয়ক ক্যাবিনেট কমিটির তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়, আরও একটি অর্থবর্ষের জন্য এই যোজনার মেয়াদ বৃদ্ধি করা হচ্ছে। অর্থাৎ আগামী ১ এপ্রিল থেকে শুরু করে ২০২৫ সালের ৩১ মার্চ অবধি উজ্জ্বলা যোজনার অধীনে গ্রাহকরা ভর্তুকি পাবেন।

প্রসঙ্গত, গত বছরের অক্টোবর মাসেই কেন্দ্রের তরফে ১৪.২ কেজির সিলিন্ডারে ভর্তুকি ২০০ টাকা থেকে বাড়িয়ে ৩০০ টাকা করেছিল। আগামিকাল থেকে শুরু হওয়া নতুন অর্থবর্ষেও এই ভর্তুকি জারি থাকবে।

Next Article