নয়া দিল্লি: বিশ্বের ডিজিটাল লেনদেনের অন্যতম বড় প্ল্যাটফর্ম হয়ে উঠেছে গুগল পে বা GPay। এবার এই জি-পে-র মাধ্যমে ঋণ নেওয়া যাবে। মূলত, ক্ষুদ্র ব্যবসায়ীদের সহায়তা করাই গুগল পে অ্যাপ-এর লক্ষ্য। তাই এবার গুগল পে-র মাধ্যমে সর্বোচ্চ ১৫ হাজার টাকা পর্যন্ত লোন করা যাবে। আর এর জন্য মাসিক ১১১ টাকার মতো সহজ কিস্তিতে ঋণ শোধ করা যেতে পারে।
গুগল পে-র মাধ্যমে লোন নেওয়ার পদ্ধতি অনেকটাই সহজ। এই লোন নেওয়ার জন্য কোনও অফিসে যাওয়ার দরকার নেই। বাড়িতে বসে অনলাইনে প্রয়োজনীয় নথি জমা দিলে এবং ফর্ম পূরণ করলেই লোন পাওয়া যাবে। এই ধরনের লোনের নাম দেওয়া হয়েছে স্যাশে লোন। গুগল পে ব্যবহারকারীরা এই অ্যাপের মাধ্যমেই লোনের টাকা পেতে পারেন।
ক্ষুদ্র ব্যবসায়ীদের লোন দেওয়ার জন্য ডিএমআই ফাইন্যান্সের সঙ্গে পার্টনার করেছে গুগল পে। শুধু তাই নয়, ePayLater-এর সঙ্গেও অংশীদারিত্বে একটি ক্রেডিট লাইন চালু করছে, যাতে ব্যবসায়ীদের মূলধনের প্রয়োজনীয়তা পূরণ করা যায়।
কীভাবে আবেদন করবেন?
১) প্রথমে গুগল পে অ্যাপে মানি লেখা ট্যাবে ক্লিক করুন।
২) এবার লোন অপশনে ক্লিক করুন। সেখানে অ্যাপের লোন অফার দেখা যাবে।
৩) লোন অফার-এর মধ্যে প্রি অ্যাপ্রুভার লোন অপশন পাবেন। এখানে লোন সম্পর্কিত সমস্ত তথ্য থাকবে।
৪) এবার ইএমআই অপশনে গিয়ে সুবিধামতো ইএমআই বেছে নিন।
৫)লোনের জন্য গুগল পে-তে দেওয়া প্রয়োজনীয় তথ্য দিতে হবে।
৬) এরপর ওটিপি আসবে এবং প্রয়োজনীয় তথ্য দিতে হবে।
৭) ব্যাঙ্কের আবেদন যাচাইয়ের পর লোন ট্যাব চেক করুন। ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিস্তারিত তথ্য যাচাই করে নিন।
৮) এবার অ্যাকাউন্ট ফান্ডে টাকা ঢুকেছে কিনা দেখে নিন।