AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Google Pixel 10: ভুল নাকি বিজনেস স্ট্র্যাটেজি? Google Store-এ দেখা গেল তাদের আসন্ন ফোনের ছবি!

Google Phone: গুগল স্টোরের ওই ভিডিয়োতে কোথাও সেই ফোনের নাম সংক্রান্ত কিছু লেখা নেই। কিন্তু বিভিন্ন সূত্র বলছে ওই ফোনটি হয়তো গুগল পিক্সেলের বেস মডেল।

Google Pixel 10: ভুল নাকি বিজনেস স্ট্র্যাটেজি? Google Store-এ দেখা গেল তাদের আসন্ন ফোনের ছবি!
Image Credit: Idrees Abbas/SOPA Images/LightRocket via Getty Images
| Updated on: Jul 25, 2025 | 12:52 PM
Share

অগস্টের ২০ তারিখ বিশ্ব জুড়ে তাদের পিক্সেল ১০ সিরিজ লঞ্চ করতে চলেছে গুগল। আর সেই লঞ্চের আগে, এই মাসে হঠাৎই গুগল স্টোরে দেখা গেল তাদের আসন্ন ফোন সংক্রান্ত একটি ভিডিয়ো। সেই ভিডিয়োয় ওই ফোন কেমন দেখতে হবে জানা গেল তাও।

গুগল স্টোরের ওই ভিডিয়োতে কোথাও সেই ফোনের নাম সংক্রান্ত কিছু লেখা নেই। কিন্তু বিভিন্ন সূত্র বলছে ওই ফোনটি হয়তো গুগল পিক্সেলের বেস মডেল। এই ফোনটি অনেকটাই পিক্সেল ৯-এর মতো দেখতে। এই ফোনে দেখা যাচ্ছে আগের মডেলের তুলনায় একটি বাড়তি ক্যামেরা ও পিছনের দিকটা আগের মডেলের তুলনায় সামান্য উঁচু। এই ভিডিয়োটি একাধিক টেক ইনফ্লুয়েন্সার বা টেক ইউটিউবার, সকলেই এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন।

তথ্য বলছে, নতুন এই মডেলে হয়তো গুগল একটি টেলিফটো লেন্স নিয়ে আসবে। যা পিক্সেল ৯ সিরিজের প্রো মডেলে ছিল। আবার অনেকে বলছেন এই ভিডিয়োটি পিক্সেল ১০-এর বেস মডেলের নয়, এটি হয়তো প্রো মডেলের। যদিও এর চেয়ে বেশি কোনও তথ্য এখনও জানা যায়নি। যদিও শোনা যাচ্ছে, গুগল নাকি বাইরের দিকের বদলের থেকে ফোনের হার্ডওয়্যারে পরিবর্তন করতে পারে। এর মধ্যে থাকতে পারে Tensor G5 chipset ও Qi2 সাপোর্ট।