Google play store: দীপাবলীর উপহার! কমিশন অর্ধেক করে দিল গুগল

TV9 Bangla Digital | Edited By: Shubhendu Debnath

Oct 22, 2021 | 4:28 PM

Google play store: এর আগে গুগল প্লে জানিয়েছিল ভারতের সেই সমস্ত ডেভলপার যারা ডিজিটালে জিনিসপত্র বিক্রি করেন, কিন্তু এখনও পর্যন্ত গুগল প্লে-র বিলিং প্রণালীর সঙ্গে রেজিস্টার্ড নয়, তাদের কাছে ৩১ মার্চ ২০২২ পর্যন্ত সময় রয়েছে।

Google play store: দীপাবলীর উপহার! কমিশন অর্ধেক করে দিল গুগল
ফাইল চিত্র

Follow Us

এই মুহূর্তে দেশে উৎসবের মরশুম চলছে। আর কয়েকদিনের মধ্যেই আসতে চলেছে আলোর উৎসব দীপাবলী এবং ধনতেরাসের মতো উৎসব। ভারতীয় এই উৎসবকে কেন্দ্র করে বিভিন্ন কোম্পানি গ্রাহককে আকর্ষণ করতে দিয়ে চলেছে একের পর এক আকর্ষণীয় উপহার। পেছিয়ে নেই গুগলের মতো বিদেশি কোম্পানিও। দীপাবলী উপলক্ষ্যে গুগল নিজেদের প্লে স্টোর গুগল প্লে-র সাবস্ক্রিপশনের কমিশন কমিয়ে ১৫ শতাংশ করার সিদ্ধান্ত নিয়েছে বর্তমানে গুগল প্লে-র সাবস্ক্রিপশন কমিশন ৩০ শতাংশ। কমিশনের এই নতুন দাম আগামী বছরের ১ জানুয়ারী থেকে চালু হবে।

অ্যাপ স্টোরে বেশি কমিশন আদায় করার জন্য অ্যাপেল এবং গুগল দুই কোম্পানিকেই সমালোচনার মুখে পড়তে হয়েছে। এই সমালোচনা বৃদ্ধি পাওয়ার কারণেই গুগলকে কমিশন কম করার মতো সিদ্ধান্ত নিতে হয়েছে। একটি পোস্টে বিবৃতি দিয়ে গুগল জানিয়েছে, এক জানুয়ারী ২০২২ থেকে শুরু হতে চলা সদস্য পদে আগ্রহী ডেভলপারদে সমর্থন করার জন্য আমরা গুগল প্লে-তে সমস্ত সদস্য পদের ক্ষেত্রে পরিষেবা কর ৩০ শতাংশ থেকে কমিয়ে ১৫ শতাংশ করছি।

গুগলের তরফে জানানো হয়েছে, দশ লাখ ডলার পর্যন্ত আয়ে ডেভলপারদের জন্য গুগল প্লে স্টোর থেকে এই সমস্ত অ্যাপের কেনাবেচায় ১৫ শতাংশ দামে কমিশন নেওয়া হবে আর দশ লাখ ডলারের বেশি আয়ে ৩০ শতাংশ পর্যন্ত কমিশন নেওয়া হবে। গুগল আরও জানিয়েছে, সদস্য কর থেকে হওয়া আয় তারা নিজেদের অ্যান্ড্রয়েড আর প্লে প্ল্যাটফর্মে বিনিয়োগ করেছে আর তা সমস্ত উপরকরণ নির্মাতাদের বিনামূল্যে দেওয়া হয়েছে।

গুগল প্লের জন্য সদস্য কর শুধুমাত্র সেই ডেভলপারদের উপর লাগু হয় যারা ডিজিটাল জিনিসপত্র আর পরিষেবাকে এই অ্যাপের মাধ্যমে বিক্রি করতে চান। এর আগে গুগল প্লে জানিয়েছিল ভারতের সেই সমস্ত ডেভলপার যারা ডিজিটালে জিনিসপত্র বিক্রি করেন, কিন্তু এখনও পর্যন্ত গুগল প্লে-র বিলিং প্রণালীর সঙ্গে রেজিস্টার্ড নয়, তাদের কাছে ৩১ মার্চ ২০২২ পর্যন্ত সময় রয়েছে। গুগল জানিয়েছিল, ভারতের কয়েক হাজার ডেভলপার যারা ডিজিটাল জিনিসপত্র বিক্রি করার জন্য আগে থেকেই গুগল প্লে ব্যবহার করছেন, তারা এই পরিবর্তনের লাভ পেতে পারেন।

সুরক্ষার জন্য গুগল বেশকিছু অ্যাপের উপর নিষেধাজ্ঞা জারি করেছে। গুগল প্রায় ১৫০-র বেশি অ্যাপের উপর অ্যাকশন নিয়েছিল। নিষিদ্ধ হওয়া অ্যাপগুলি ব্যবহারকারীদের থেকে তাদের ব্যক্তিগত তথ্য আর টাকার জন্য ভুল রণনীতির ব্যবহার করছিল।

জি-মেলে নতুন আপডেট

গুগল নিজেদের জি-মেল ব্যবহারকারীদের জন্য কিছু নতুন ফিচার রোলআউট করছে। তারা ওয়েবর জন্য জি-মেলে To, Cc আর Bcc-তে আপডেট আর উন্নতি করছে। গুগল জানিয়েছে এই নতুন পরিবর্তনে ব্যবহারকারীদের জন্য ইমেল লেখা আগের চেয়েও সহজ হয়ে যাবে। To, Cc আর Bcc- ক্ষেত্রের ব্যবহার করার সময় ব্যবহারকারীরা একটি নতুন রাইট ক্লিক মেনু পাবেন। এই মেনুতে ক্লিক করে ব্যবহারকারীরা ইমেল প্রাপকদের সম্পূর্ণ নাম আর ইমেল অ্যাড্রেস দেখতে পাবেন। এখানে কন্টেন্ট এডিট আর ইমেল অ্যাড্রেসকে কপি করা যাবে।

আরও পডুন: WhatsApp Latest News: বেশ কিছু স্মার্টফোনে আর চলবে না হোয়াটসঅ্যাপ! তালিকায় দেখে নিন আপনার ফোন আছে কি না…

Next Article