Google Lay Off: চাকরি দিতে নয়, ছাঁটাই করতে কত হাজার কোটি খরচ করেছে Google?

Feb 01, 2024 | 7:04 AM

Google Lay Off: ছাঁটাইয়ের তালিকায় নাম উঠেছে পুরনো কর্মী থেকে নতুন কর্মীর। শুধুমাত্র এক বছরে ২.৬১ লক্ষ মানুষের চাকরি গিয়েছে। এবার জানা গেল, এই ছাঁটাই করার জন্য ঠিক কত কোটি টাকা খরচ হয়েছে গুগল-এর। সেই অঙ্কটাও নেহাত কম নয়।

Google Lay Off: চাকরি দিতে নয়, ছাঁটাই করতে কত হাজার কোটি খরচ করেছে Google?
ফাইল ছবি
Image Credit source: twitter

Follow Us

সান ফ্রান্সিসকো: নিয়োগ নয়, ২০২৩ সালে জুড়ে শুধুই সামনে এসেছে চাকরি ছাঁটাইয়ের খবর। কোনও সাধারণ সংস্থা নয়, ফেসবুক, টুইটার-এর মতো ‘বিলিয়ন ডলারে’র সংস্থা থেকে চাকরি গিয়েছে বহু লোকের। বাদ যায়নি গুগলও। কোনও সংস্থা যুক্তি দিয়েছে, সংস্থায় নতুন করে টিম সাজানো হচ্ছে, কোনও সংস্থা আবার বলছে প্রয়োজনের থেকে বেশি কর্মী হয়ে গিয়েছে সংস্থায়। তাই নিয়ম মেনে প্রাপ্য টাকা মিটিয়ে বিদায় দেওয়া হয়েছে বহু কর্মীকে। ছাঁটাইয়ের তালিকায় নাম উঠেছে পুরনো কর্মী থেকে নতুন কর্মীর। শুধুমাত্র এক বছরে ২.৬১ লক্ষ মানুষের চাকরি গিয়েছে। এবার জানা গেল, এই ছাঁটাই করার জন্য ঠিক কত কোটি টাকা খরচ হয়েছে গুগল-এর।

কোনও সংস্থা থেকে ছাঁটাই করা হলে ক্ষতিপূরণ বাবদ কিছু টাকা দিতে হয় কর্মীদের। এক বছরে গুগল সংস্থা থেকে চাকরি গিয়েছে প্রায় ১২ হাজার কর্মীর। তাই এত বিপুল সংখ্য কর্মীকে টাকা দিতে গুগল-এর যে অনেক টাকা খরচ হয়েছ, তা স্পষ্ট। জানা যাচ্ছে, প্রায় ২.১ বিলিয়ন ডলার, ভারতীয় মুদ্রায় প্রায় ১৭ হাজার কোটি টাকা। তবে এখানেই শেষ নয়। আরও ৭০০ মিলিয়ন ডলার, ভারতীয় মুদ্রায় ৫,৮১৫ কোটি টাকা এই খাতে খরচ করবে গুগল।

সম্প্রতি সংস্থার তরফ থেকে যে রিপোর্ট সামনে এসেছে, তাতে দেখা যাচ্ছে চাকরি ছাঁটাই করার জন্য ৭০০ মিলিয়ন ডলার বরাদ্দ করে রেখেছে ওই সংস্থা। চলতি বছরের শুরুতেই অ্যালফাবেট (Alphabet Inc) সংস্থার তরফে গুগলের ডিজিটাল অ্যাসিস্ট্যান্ট, হার্ডওয়ার ও ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে শতাধিক কর্মীকে ছাঁটাই করা হয়।

 

Next Article