Paytmকে লেনদেন বন্ধের নির্দেশ রিজার্ভ ব্যাঙ্কের

Jan 31, 2024 | 9:06 PM

পেটিএম পেমেন্ট ব্যাঙ্কের বিরুদ্ধে ধারাবাহিকভাবে আর্থিক অনিয়মের অভিযোগ উঠেছে। ব্যাঙ্কিক পরিষেবা সংক্রান্ত আরবিআই-এর একাধিক নিয়মভঙ্গের অভিযোগ উঠেছে। গত বছর থেকেই এ নিয়ে পেটিএম পেমেন্ট ব্যাঙ্ককে সতর্ক করেছিল কেন্দ্র। পেটিএম পেমেন্ট ব্যাঙ্ককে কেউ নতুন করে অ্যাকাউন্ট খুলতে পারবে না বলে জানিয়েছিল আরবিআই।

Paytmকে লেনদেন বন্ধের নির্দেশ রিজার্ভ ব্যাঙ্কের
পেটিএম

Follow Us

নয়াদিল্লি: রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়ার নজর এখন পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক লিমিটেডের উপর। ২৯ ফেব্রুয়ারির পর থেকে পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক লিমিটেডকে সবরকম লেনদেন থেকে বিরত থাকতে নির্দেশ দিল রিজার্ভ ব্যাঙ্ক। এমনকি পেটিএম ওয়ালেট এবং হ্যাশট্যাগ অ্যাকাউন্ট সংক্রান্ত লেনদেন থেকে বিরত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। পেটিএম পেমেন্ট ব্যাঙ্কের লেনদেনে আইবিআই-এর নির্দেশিকা সংক্রান্ত সঙ্ঘনের জন্যই এই নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

পেটিএম পেমেন্ট ব্যাঙ্কের বিরুদ্ধে ধারাবাহিকভাবে আর্থিক অনিয়মের অভিযোগ উঠেছে। ব্যাঙ্কিক পরিষেবা সংক্রান্ত আরবিআই-এর একাধিক নিয়মভঙ্গের অভিযোগ উঠেছে। গত বছর থেকেই এ নিয়ে পেটিএম পেমেন্ট ব্যাঙ্ককে সতর্ক করেছিল কেন্দ্র। পেটিএম পেমেন্ট ব্যাঙ্ককে কেউ নতুন করে অ্যাকাউন্ট খুলতে পারবে না বলে জানিয়েছিল আরবিআই। ব্যাঙ্কিং অপারেশনের উপরও নিষেধাজ্ঞা জারি হয়েছিল।

তবে পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক এবং তার সঙ্গে জুড়ে থাকা ফাস্টট্যাগ এবং ইউপিআই লেনদেনে নিষেধাজ্ঞা জারি করেছেন। তবে এখন পর্যন্ত যে সব গ্রাহকের পেটিএম পেমেন্ট ব্যাঙ্কে অ্যাকাউন্ট রয়েছে তাঁরা ২৯ ফেব্রুয়ারির পরও লেনদেন করতে পারবেন বলে জানিয়েছে আরবিআই।

Next Article