Union Budget 2024: আইটি সেক্টর থেকে অনলাইন গেমিং, বাজেটে কী কী চমক রাখতে পারে সরকার?

ঈপ্সা চ্যাটার্জী |

Jan 31, 2024 | 5:57 PM

Budget Highlights: এবারের বাজেটে বিশেষ চমক থাকতে পারে তথ্য প্রযুক্তি ক্ষেত্রে। সরকার যেমন সাইবার নিরাপত্তার দিকে বিশেষ নজর দিতে পারে, তেমনই দক্ষ কর্মক্ষমতা তৈরির জন্যও একাধিক উদ্যোগ নিতে পারে সরকার। দেশের স্টার্টআপ ক্ষেত্রকে মজবুত করতে এবং শিক্ষার সঙ্গে শিল্পক্ষেত্রকে জুড়তে বিশেষ ঘোষণা করতে পারে সরকার।

Union Budget 2024: আইটি সেক্টর থেকে অনলাইন গেমিং, বাজেটে কী কী চমক রাখতে পারে সরকার?
ফাইল চিত্র
Image Credit source: PTI

Follow Us

নয়া দিল্লি: আবারও পেশ হতে চলেছে বাজেট। আগামিকাল, ১ ফেব্রুয়ারি কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বাজেট পেশ করতে চলেছেন। এবারে লোকসভা নির্বাচন থাকার কারণে অন্তবর্তী বাজেট পেশ করা হবে। এবারের বাজেট অধিবেশনও অল্প সময়ের জন্য হবে। আগামী ৯ ফেব্রুয়ারি অবধি বাজেট অধিবেশন হবে। লোকসভা নির্বাচনের পর নতুন সরকার পূর্ণাঙ্গ বাজেট পেশ করবে।

এবারের বাজেটে কী কী চমক থাকতে পারে?

তথ্য প্রযুক্তি-

এবারের বাজেটে বিশেষ চমক থাকতে পারে তথ্য প্রযুক্তি ক্ষেত্রে। সরকার যেমন সাইবার নিরাপত্তার দিকে বিশেষ নজর দিতে পারে, তেমনই দক্ষ কর্মক্ষমতা তৈরির জন্যও একাধিক উদ্যোগ নিতে পারে সরকার। দেশের স্টার্টআপ ক্ষেত্রকে মজবুত করতে এবং শিক্ষার সঙ্গে শিল্পক্ষেত্রকে জুড়তে বিশেষ ঘোষণা করতে পারে সরকার। বৈশ্বিক বিনিয়োগকারীদেরও টানতে নিয়মে শিথিলতা ও তথ্য় প্রযুক্তি সংস্থাগুলিতে করছাড়ের ঘোষণা করতে পারে।

ক্ষুদ্র ও মাঝারি শিল্প- 

দেশে বড় শিল্পে যেমন নজর দেওয়া হয়েছে, তেমনই ক্ষুদ্র ও মাঝারি শিল্পগুলির উন্নতির জন্যও একাধিক উদ্যোগ নিয়েছে সরকার। দেশের অর্থনৈতিক সম্মৃদ্ধিতে বিশেষ ভূমিকা পালন করে এমএসএমই ও স্টার্টাপ। এর আগেও সরকার এই দুই ক্ষেত্রকে মজবুত করতে একাধিক উদ্যোগ নিয়েছিল। এবারের অন্তবর্তী বাজেটেও স্টার্টআপ এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্পের জন্য করছাড়ের ঘোষণা করতে পারে সরকার। ২০ কোটি টাকা অবধি বরাদ্দ করতে পারে সরকার, যা অন্তর্দেশীয় শিল্পক্ষেত্রকে মজবুত করতে সাহায্য করতে পারে।

অনলাইন গেমিং-

যেভাবে অনলাইন গেমিংয়ের হিড়িক বাড়ছে এবং তাতে আর্থিক বিনিয়োগ বাড়ছে, তাতে এইবারের বাজেটে অনলাইন গেমিংয়ের ক্ষেত্রে বিশেষ কিছু ঘোষণা করতে পারে সরকার। কর কাঠামোয় পরিবর্তন ও কর্মসংস্থান নিয়ে ঘোষণা হতে পারে এই বাজেটে।

Next Article