Government Tax: কর তো ছিলই, এবার এই কারণেও ফুলেফেঁপে উঠছে সরকারের কোষাগার

Jun 18, 2024 | 6:14 PM

Government Tax: অগ্রিম কর হল এক ধরনের আয়কর, যা আর্থিক বছর শেষ হওয়ার আগে আয়কর বিভাগের কাছে জমা দিতে হয়। এটি সাধারণ করের মতো বার্ষিক ভিত্তিতে এককভাবে দেওয়া হয় না। কিস্তিতে জমা করা হয়। মূলত প্রতি ত্রৈমাসিকে দিতে হয়।

Government Tax: কর তো ছিলই, এবার এই কারণেও ফুলেফেঁপে উঠছে সরকারের কোষাগার
প্রতীকী ছবি
Image Credit source: Facebook

Follow Us

কলকাতা: শুধু কর নয়, এখন অগ্রিম করের ক্ষেত্রেও সরকারি কোষাগার এখন দ্রুত ভরে উঠছে। অগ্রিম কর দেওয়ার শেষ তারিখ ছিল ১৫ জুন। ১৬ জুন পর্যন্ত পাওয়া তথ্য বলছে, সরকারের অগ্রিম কর সংগ্রহের ক্ষেত্রে নতুন রেকর্ড করে ফেলেছে। যা বর্তমানে ১.৪৮ লক্ষ কোটি টাকায় পৌঁছেছে। যা গত বছরের তুলনায় প্রায় ২৮ শতাংশ বেশি। একই সময়ে, নেট প্রত্যক্ষ কর সংগ্রহ ৪.৬২ লক্ষ কোটি টাকার, যা গত বছরের তুলনায় প্রায় ২২ শতাংশ বেশি। অন্যদিকে যদি আমরা নেট কর্পোরেট ট্যাক্সের কথা বলি তাহলে তা এবার ১.৬০ লক্ষ কোটি টাকা হয়ে গিয়েছে। একইসঙ্গে ব্যক্তিগত আয়কর থেকে সরকারের নিট আয় ৩.৭৯ লক্ষ কোটি টাকায় পৌঁছেছে। এছাড়াও, গ্রস ট্যাক্স এসেছে ৫.১৫ লক্ষ কোটি টাকা, যা গত বছরের তুলনায় ২২.৮৯ শতাংশ বেশি। 

অগ্রিম কর কী জিনিস?

অগ্রিম কর হল এক ধরনের আয়কর, যা আর্থিক বছর শেষ হওয়ার আগে আয়কর বিভাগের কাছে জমা দিতে হয়। এটি সাধারণ করের মতো বার্ষিক ভিত্তিতে এককভাবে দেওয়া হয় না। কিস্তিতে জমা করা হয়। মূলত প্রতি ত্রৈমাসিকে দিতে হয়। ২০২২-২৩ ও ২০২৩-২৪ অর্থবছরের জন্য এই কর জমা করার ক্ষেত্রে তিন তারিখের কথা জাননো হয়েছিল। ১৫ জুন, ১৫ সেপ্টেম্বর, ১৫ মার্চ। যাদের ট্যাক্স ১০ হাজার টাকার বেশি তাদেরকেই মূলত দিতে হয় এই অগ্রিম কর। অগ্রিম কর কিস্তিতে পরিশোধ করা হলেও তা সারা বছরের জন্য গণনা করা হয়। 

অর্থাৎ, এক বছরে কত ট্যাক্স দিতে হতে পারে তা আপনাকে আগাম হিসাব করতে হবে। আপনি আপনার ট্যাক্স স্ল্যাব অনুযায়ী অবশিষ্ট আয়ের উপর ট্যাক্স গণনা করতে পারেন। তা থেকেই বেরিয়ে আসতে পারে অগ্রিম করের আসল অঙ্কটা। এর পরে, আপনাকে ১৫ জুন আপনার অগ্রিম ট্যাক্সের কমপক্ষে ১৫ শতাংশ দিতে হবে। যেখানে ১৫ সেপ্টেম্বরের মধ্যে ৪৫ শতাংশ অগ্রিম কর, ১৫ ডিসেম্বরের মধ্যে ৭৫ শতাংশ অগ্রিম কর এবং ১৫ মার্চের মধ্যে ১০০ শতাংশ অগ্রিম কর পরিশোধ করতে হয়। 

Next Article