নয়া দিল্লি: সময় বাঁচাতে, পারিবারিক কারণে অথবা নেহাতই শখের বশে অনেকেরই বাইক বা গাড়ি কিনে থাকেন। বাইক বা গাড়ি থাকলে নিয়মিত যাতায়াতের অনেক সুবিধা হয়, তেমন গণ পরিবহণের ঝক্কি পোহাতে হয় না। বাইক বা গাড়ি থাকলে সময় মতো গাড়ির বিমা করাতে হয়, এই কথা সকলেই জানেন। কিন্তু বাইক বা গাড়ি মালিকদের জন্য খারাপ খবর দিয়েছে কেন্দ্র। কেন্দ্রীয় সড়ক ও পরিবহণ মন্ত্রক জানিয়েছে, বিভিন্ন ধরনের মোটরের বিমা বাবদ প্রিমিয়ামের (Motor insurance Premium) অঙ্ক জুন মাস থেকেই বাড়তে চলেছে। তবে কেন্দ্র জানিয়েছে, শুধু মাত্র থার্ড পার্টি ইনসিওরেন্সের (Third Party Insurance) ক্ষেত্রেই এই নিয়ম প্রযোজ্য হবে। এই সিদ্ধান্তের ফলে দু’চাকা গাড়ি এবং চার চাকা গাড়ির বিমা খরচ অনেকটাই বেড়ে যাবে বলেই মনে করা হচ্ছে। থার্ড পার্টি ইনসিওরেন্স শুধুমাত্র যানবাহনকেই কভারেজ দেয়, দুর্ঘটনা ঘটলে গাড়ি চালক এর সুবিধে পাবেন না। তবে চালকের নিজের জন্য বিমা ক্রয়ও এখন বাধ্যতামূলক।
চার চাকা গাড়ির ক্ষেত্রে
নতুন নিয়ম অনুযায়ী, ১০০০ সিসির ইঞ্জিনের গাড়ির ক্ষেত্রে বিমার প্রিমিয়াম ২০৭২ টাকা থেকে বেড়ে ২০৯৪ টাকা হবে। ১০০০ থেকে ১৫০০ সিসির গাড়ির ক্ষেত্রে বিমার খরচ ৩ হাজার ২২১ টাকা থেকে বেড়ে ৩ হাজার ৪১৬ টাকা হবে। ১৫০০ সিসির ওপরে গাড়ির ইঞ্জিনের ক্ষেত্রে খরচ ৭ হাজার ৮৯০ টাকা থেকে বেড়ে ৭ হাজার ৮৯৭ টাকা হতে চলেছে।
দু’চাকা গাড়ির ক্ষেত্রে
১৫০-৩৫০ সিসি দু’চাকা গাড়ির ক্ষেত্রে প্রিমিয়াম হবে ১ হাজার ৩৬৬ টাকা এবং ৩৫০ সিসির ওপরে দু’চাকা গাড়ির ক্ষেত্রে প্রিমিয়াম হবে ২ হাজার ৮০৪ টাকা। এর আগে থার্ড পার্টি ইনসিওরেন্সের প্রিমিয়ামের অঙ্ক নির্ধারণ করত ইনসিওরেন্স রেগুলেটারি অ্যান্ড ডেভেলপমেন্ট অথোরিটি অব ইন্ডিয়া। তবে এই প্রথম কেন্দ্রীয় সড়ক ও পরিবহণ মন্ত্রক এই প্রিমিয়ামের অঙ্ক নির্ধারণ করল।
পণ্যবাহী গাড়ি এবং ই-ভেহিকলের ক্ষেত্রে
বৈদ্যুতিক গাড়ির ক্ষেত্রেও বাড়তে চলেছে প্রিমিয়াম। ৩০ কিলোওয়াট অবধি ১,৭৮০ টাকা, ৩০-৬৫ কিলোওয়াটের মধ্যে গাড়ির ক্ষেত্রে প্রিমিয়াম ২,৯০৪ টাকা।
যে পণ্যবাহী গাড়ি ১২-২০ হাজার কেজি ওজনের পণ্য পরিবহণ করে তাদের ক্ষেত্রে প্রিমিয়াম হবে ৩৫,৩১৩ টাকা। ৪০ হাজার কেজি পণ্যবাহী গাড়ির ক্ষেত্রে প্রিমিয়াম হবে ৪৪,২৪২ টাকা।