নয়া দিল্লি: বায়ুদূষণ কমাতে দেশে ই-গাড়ির প্রসার বাড়ানোর উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় সরকার। ই-গাড়ি কেনার প্রতি আগ্রহ বাড়াতে এবার একটি নতুন প্রকল্প ঘোষণা করেছে মোদী সরকার। এই প্রকল্পের জন্য ৫০০ কোটি টাকা বরাদ্দ করা হচ্ছে, আর এটি চলবে চলতি বছরের এপ্রিল মাস থেকে জুলাই মাস পর্যন্ত অর্থাৎ চার মাস। মূলত, দু-চাকার এবং তিন চাকার গাড়ির জন্য এই প্রকল্পটি চালু করা হচ্ছ।
ভর্তুকি পাবেন ৩ লক্ষ মানুষ
ই-গাড়ি প্রকল্পের অধীনে দু-চাকার জন্য ১০,০০০ টাকা সহায়তা দেওয়া হবে। এর উদ্দেশ্য প্রায় ৩.৩ লক্ষ টু-হুইলার চালককে সহায়তা করা। ছোট তিন চাকা (ই-রিকশা এবং ই-কার্ট) কেনার জন্য ২৫,০০০ টাকা পর্যন্ত সহায়তা দেওয়া হবে। ৪১,০০০-এর বেশি এই ধরনের যানবাহন অন্তর্ভুক্ত করা হবে। আর বড় তিন চাকা কেনার জন্য ৫০,০০০ টাকার আর্থিক সহায়তা দেওয়া হবে।
চুক্তি স্বাক্ষর
ভারী শিল্প মন্ত্রক (MHI) এবং IIT রুরকি উদ্ভাবনকে উত্সাহিত করার এবং স্বয়ংচালিত এবং বৈদ্যুতিক যান (EV) সেক্টরকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে একসঙ্গে কাজ করার জন্য একটি চুক্তি স্বাক্ষর করেছে। মোট প্রকল্পের খরচ হল ২৪.৬৬ কোটি টাকা, যার মোট অনুদান মন্ত্রক প্রদত্ত ১৯.৮৭ কোটি টাকা এবং শিল্প অংশীদারদের কাছ থেকে ৪.৭৮ কোটি টাকা অতিরিক্ত দেওয়া হবে।
দেশে বৈদ্যুতিক গাড়ির প্রচারের জন্য কেন্দ্রীয় সরকার প্রথমে FAME 1 স্কিম শুরু করেছিল, যা পরে FAME 2 স্কিমের নামে বাড়ানো হয়েছিল। এই স্কিমে বৈদ্যুতিন দ্বি-চাকার গাড়ি এবং বৈদ্যুতিক চার চাকার গাড়ি কেনার জন্য কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার ভর্তুকি প্রদান করে। গাড়ির ক্রেতা সরাসরি এই ভর্তুকির সুবিধা পান। ভারী শিল্প মন্ত্রী মহেন্দ্র নাথ পান্ডে বলেছেন যে নরেন্দ্র মোদী সরকার দেশে ই-বাহন প্রচার করতে প্রতিশ্রুতিবদ্ধ।