বাড়ল গ্র্যাচুইটির সীমা, মেয়াদী বিমা কভার! LIC এজেন্ট ও কর্মীদের দুর্দান্ত উপহার মোদী সরকারের

TV9 Bangla Digital | Edited By: অমর্ত্য লাহিড়ী

Sep 20, 2023 | 9:15 AM

LIC agent and employees: কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের মতে, এর ফলে দেশের ১৩ লক্ষেরও বেশি এলআইসি এজেন্ট এবং ১ লক্ষেরও বেশি নিয়মিত কর্মচারী এই পদক্ষেপগুলির উপকার পাবেন। এলআইসিকে ভারতের বীমা জগতে আরও গভীরে নিয়ে যেতেই এই পদক্ষেপগুলি করল সরকার।

বাড়ল গ্র্যাচুইটির সীমা, মেয়াদী বিমা কভার! LIC এজেন্ট ও কর্মীদের দুর্দান্ত উপহার মোদী সরকারের
প্রতীকী ছবি
Image Credit source: LIC

Follow Us

নয়া দিল্লি: লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অব ইন্ডিয়া বা এলআইসির এজেন্ট এবং স্থায়ী কর্মচারীদের জন্য একাধিক কল্যাণমূলক ব্যবস্থা ঘোষণা করল মোদী সরকার। এর মধ্যে রয়েছে গ্র্যাচুইটির সীমা বৃদ্ধি, পুনর্নিযুক্ত এজেন্টদের জন্য কমিশনের পুনর্নবীকরণ, মেয়াদী বিমা কভার এবং পারিবারিক পেনশন। কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের মতে, এর ফলে দেশের ১৩ লক্ষেরও বেশি এলআইসি এজেন্ট এবং ১ লক্ষেরও বেশি নিয়মিত কর্মচারী এই পদক্ষেপগুলির উপকার পাবেন। এলআইসিকে ভারতের বিমা জগতে আরও গভীরে নিয়ে যেতেই এই পদক্ষেপগুলি করল সরকার।

এলআইসি এজেন্টদের জন্য গ্র্যাচুইটির সীমা ৩ লক্ষ টাকা থেকে বাড়িয়ে ৫ লক্ষ টাকা করা হয়েছে। এর ফলে, এলআইসি এজেন্টদের কাজের পরিবেশের যথেষ্ট উন্নতি হবে বলে আশা করছে অর্থ মন্ত্রক। এছাড়া, যে এলআইসি এজেন্টদের ফের নিযুক্ত করা হয়েছে, তাদের কমিশনও পুনর্নবীকরণ করা হবে। সরকারের মতে, এতে এজেন্টরা আর্থিক স্থিতিশীলতা পাবেন। পাশাপাশি, এজেন্টদের মেয়াদী বিমা কভারের পরিমাণ বর্তমানে ৩,০০০ থেকে ১০,০০০ টাকা। তা বাড়িয়ে ২৫,০০০ থেকে ১,৫০,০০০ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে। মেয়াদী বিমা কভারের পরিমাণ বা়ড়ানোর ফলে, এজেন্টদের মৃত্যু হলে তাদের পরিবার খুবই উপকৃত হবে বলে মনে করছে সরকার। সরকার আরও জানিয়েছে, এলআইসি কর্মচারীদের কল্যাণের জন্য ৩০ শতাংশ হারে পারিবারিক পেনশন দেওয়া হবে।

চলতি বছরে এলআইসির ব্যবসা দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে। গত কয়েক বছরে এলআইসি-র ভবিষ্যৎ নিয়ে প্রশ্নচিহ্ন তৈরি হয়েছিল। তবে, এই বছর এই সরকারি বিমা সংস্থা ফের ঘুরে দাঁড়িয়েছে। এপ্রিল-জুন ত্রৈমাসিকে সংস্থা ৯,৫৪৪ কোটি টাকার মুনাফা করেছে। আগের বছর একই ত্রৈমাসিকে তাদের মুনাফা ছিল মাত্র ৬৮৩ কোটি টাকা। এলআইসি জানিয়েছে, জুন ত্রৈমাসিকে মোট আয় বেড়ে হয়েছে ১,৮৮,৭৪৯ কোটি টাকা। আগের বছর একই সময়ে আয় ছিল ১,৬৮,৮৮১ কোটি টাকা। তবে, জুন ত্রৈমাসিকে প্রথম বছরের প্রিমিয়াম হিসেবে আয় ৬,৮১১ কোটি টাকায় নেমে এসেছে। আগের বছর একই সময়ে এর পরিমাণ ছিল ৭,৪২৯ কোটি টাকা।

Next Article