নয়াদিল্লি: জুন মাসে বেড়েছে জিএসটি আদায়ের পরিমাণ। কেন্দ্রীয় অর্থ মন্ত্রক শনিবার জানিয়েছে, এ বছর জুন মাসে জিএসটি আদায় হয়েছে ১.৬১ লক্ষ কোটি টাকা। গত বছর জুন মাসে থেকে যা প্রায় ১২ শতাংশ বেশি। ২০১৭ সালের ১ জুলাই জিএসটি চালুর পর থেকে এ নিয়ে চতুর্থ বার কোনও মাসে জিএসটি থেকে আদায় ১.৬ লক্ষ কোটি পেরিয়েছে। কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, এপ্রিল থেকে জুনের মধ্যে প্রতি মাসে গড় জিএসটি আদায় হয়েছে ১.১০ লক্ষ কোটি (২০২১-২২), ১.৫১ লক্ষ কোটি (২০২২-২৩) এবং ১.৬৯ লক্ষ কোটি (২০২৩-২৪)।
জুন মাসে রেকর্ড অঙ্কের জিএসটি আদায় নিয়ে কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের বিবৃতিতে বলা হয়েছে, “২০২৩ সালের জুন মাসে ১ লক্ষ ৬১ হাজার ৪৯৭ কোটি টাকার মোট জিএসটি আদায় হয়েছে। এর মধ্যে সেন্ট্রাল জিএসটি ৩১ হাজার ১৩ কোটি টাকা, স্টেট জিএসটি ৩৮ হাজার ২৯২ কোটি টাকা, ইন্টিগ্রেটেড জিএসটি ৮০ হাজার ২৯২ কোটি টাকা এবং সেস ১১ হাজার ৯০০ কোটি টাকা।”
গত বছরের জুন মাসের তুলনায় এ বছর জুন মাসে জিএসটি আদায় বেড়েছে ১২ শতাংশ। জিএসটি আদায় রেকর্ড অঙ্কে পৌঁছেছিল এপ্রিল মাসে। ওই মাসে ১.৮৭ লক্ষ কোটি টাকার জিএসটি আদায় হয়েছিল। মে মাসে অঙ্কটা ছিল ১.৫৭ লক্ষ কোটি টাকা।