LTC: সরকারি কর্মীদের জন্য বিরাট খবর, এবার বন্দে ভারত-তেজসে চড়বেন ফ্রি-তে

ঈপ্সা চ্যাটার্জী |

Jan 16, 2025 | 8:54 AM

Central Government Employees: এলটিসি হল একটি সরকারি প্রকল্প বা স্কিম, যার অধীনে সরকারি চাকুরিজীবীরা ঘুরতে যাওয়ার সুযোগ পান এবং এর খরচ বহন করে সরকার।

LTC: সরকারি কর্মীদের জন্য বিরাট খবর, এবার বন্দে ভারত-তেজসে চড়বেন ফ্রি-তে
এলটিসির সুবিধা বন্দে ভারতেও।
Image Credit source: PTI

Follow Us

নয়া দিল্লি: কেন্দ্রীয় সরকারি কর্মীদের তো সোনায় সোহাগা। ছুটিতে ঘুরতে যাওয়া হল আরও সহজ ও আরামদায়ক। সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা লিভ ট্রাভেল কনসেশন বা এলটিসি নিয়ে। কী সেই ঘোষণা, জেনে নিন-

এলটিসি হল একটি সরকারি প্রকল্প বা স্কিম, যার অধীনে সরকারি চাকুরিজীবীরা ঘুরতে যাওয়ার সুযোগ পান এবং এর খরচ বহন করে সরকার। এলটিসির অধীনে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা সপরিবারে রাজধানী এক্সপ্রেস, শতাব্দী এক্সপ্রেস বা দুরন্ত এক্সপ্রেসের মতো ট্রেনে সফর করতে পারতেন। এবার থেকে সেই তালিকায় সংযোজন হল বন্দে ভারত, তেজস এক্সপ্রেস, হামসাফার এক্সপ্রেসও। অর্থাৎ এবার থেকে বন্দে ভারত, তেজস এক্সপ্রেস ও হামসফর এক্সপ্রেসেও চড়ে ভ্রমণের সুযোগ পাবেন সরকারি কর্মীরা। ডিপার্টমেন্ট অফ পার্সোনেল অ্যান্ড ট্রেনিং-র তরফে এই ঘোষণা করা হয়েছে।

এলটিসি কী?

লিভ ট্রাভেল কনসেশন বা এলটিসি হল কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের জন্য একটি গুরুত্বপূর্ণ স্কিম, যার অধীনে তারা চার বছর অন্তর একবার তাদের নিজ শহর বা ভারতের যেকোনও জায়গায় ভ্রমণের সুবিধা পান। এলটিসি পাওয়ার পরে কেন্দ্রীয় সরকারী কর্মচারীরা ছুটি ছাড়াও, ভ্রমণের জন্য টিকিটের জন্য করা ব্যয় করা অর্থ ফেরত পান। সর্বাধিক ৩৫ হাজার টাকা খরচ পান কেন্দ্রীয় সরকারি কর্মীরা।

সম্প্রতি ২০২৪ সালে কেন্দ্রের তরফে এলটিসির অধীনে জম্মু ও কাশ্মীর, লাদাখ, আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জ এবং উত্তর-পূর্ব অঞ্চলে ভ্রমণের বিশেষ সুবিধা ঘোষণা করা হয়। ২০২৬ সালের ২৫ সেপ্টেম্বর পর্যন্ত এই সুবিধা পাওয়া যাবে।

Next Article