নয়াদিল্লি: ফের এইচডিএফসি (HDFC Bank) ব্যাঙ্কের সিইও হলেন শশীধর জগদীশন। দ্বিতীয় বারের জন্য শশীধরের ওই পদে বসার জন্য সম্মতি দিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া (RBI)। দেশের বৃহত্তম বেসরকারি ব্যাঙ্কের প্রধান হিসাবে ২০২৬ সালের ২৬ অক্টোবর অবধি কাজ চালিয়ে যেতে পারবেন শশীধর। ২০২০ সালের অক্টোবর মাসে এইচডিএফসি ব্যাঙ্কের ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও হিসাবে দায়িত্ব গ্রহণ করেন শশীধর। তাঁর আগে এইচডিএফফি ব্যাঙ্কের প্রধান ছিলেন আদিত্য পুরী। এই পদে থাকা শশীধর যা বেতন পান, তা শুনলে চমকে যেতে পারেন।
শশীধর এক জন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট। ব্রিটেনের শেফিল্ড বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রিও রয়েছে তাঁর। মুম্বই বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিদ্যায় স্নাতক হয়েছিলেন তিনি।
২০০৮ সালে এইচডিএফসি ব্যাঙ্কের চিফ ফিনান্সিয়াল অফিসার হন শশীধর। ২০১৯ সালে স্ট্র্যাটেজিক চেঞ্জ এজেন্ট হন তিনি। তার পরের বছর সিইও। ৩০ বছরের কর্মজীবনে শশীধর ২৪ বছর কাজ করেছেন এইচডিএফসি ব্যাঙ্কে। ১৯৯৬ সালে তিনি এইচডিএফসি ব্যাঙ্কে যোগ দিয়েছিলেন। তার আগে মুম্বইয়ে ডয়েশ্চ ব্যাঙ্কে কাজ করেছেন।
এইচডিএফসি ব্যাঙ্কের সিইও হিসাবে শশীধর বছরে বেতন পান ১০.৫৫ কোটি টাকা। তিনিই ভারতের সবথেকে বেশি বেতনভুক ব্যাঙ্কার।