প্রতিদিন ৪৮ কোটি টাকা রোজগার, চিনে নিন বিশ্বের সবথেকে ধনী CEO জগদীপ সিং-কে

CEO: স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে জগদীপ সিং-এর। এ ছাড়া বার্কলের হাস স্কুল অব বিজনেস থেকে এমবিএ করেছেন। জগদীপ সিং প্রযুক্তি ক্ষেত্রেই তাঁর কর্মজীবন শুরু করেছিলেন।

প্রতিদিন ৪৮ কোটি টাকা রোজগার, চিনে নিন বিশ্বের সবথেকে ধনী CEO জগদীপ সিং-কে
Follow Us:
| Updated on: Jan 04, 2025 | 2:58 PM

নয়া দিল্লি: চাকরির কনসেপ্ট বদলাচ্ছে দিনে দিনে। একসময় বড় সংস্থার উচ্চপদস্থ কর্তার চাকরিকেই সবাই উঁচু নজরে দেখতেন। কিন্তু এখন স্টার্ট আপের যুগে যে কেউ খেলা ঘুরিয়ে দিতে পারেন। বড় বড় সংস্থাকেও চ্যালেঞ্জের মুখে ফেলে দিতে পারে। এভাবেই ট্রেন্ড সেট করলেন জগদীপ সিং। এই মুহূর্তে সারা বিশ্বের সবথেকে বেশি টাকা বেতনপ্রাপ্ত সিইও জগদীপ। তাঁর এই সাফল্য রীতিমতো সাড়া ফেলে দিয়েছে।

‘কোয়ান্টামস্কেপ’ নামে সংস্থাটির প্রতিষ্ঠাতা এবং প্রাক্তন সিইও জগদীপ সিং। জগদীপ সিং-এর বছরের বেতনের প্যাকেজ হল ১৭,৫০০ কোটি টাকা। প্রতিদিন এটি প্রতিদিন প্রায় ৪৮ কোটি টাকা করে আয় করেন তিনি। এই আয় অনেক সংস্থার কর্তার বার্ষিক আয়ের চেয়েও বেশি।

জগদীপ সিং হলেন একজন ভারতীয় বংশোদ্ভূত মার্কিন শিল্পপতি এবং প্রযুক্তিবিদ। কোয়ান্টামস্কেপের প্রতিষ্ঠাতা হিসেবেই পরিচিতি পান তিনি।

QuantumScape হল একটি ব্যাটারি প্রযুক্তি সংস্থা। এটি বৈদ্যুতিক গাড়ির (EVs) জন্য সলিড-স্টেট ব্যাটারি তৈরি করে। স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে জগদীপ সিং-এর। এ ছাড়া বার্কলের হাস স্কুল অব বিজনেস থেকে এমবিএ করেছেন। জগদীপ সিং প্রযুক্তি ক্ষেত্রেই তাঁর কর্মজীবন শুরু করেছিলেন। তিনি একাধিক সংস্থায় কাজও করেছেন।

২০১০ সালে কোয়ান্টামস্কেপ শুরু করেন জগদীপ সিং। সংস্থার উদ্দেশ্য ছিল, বৈদ্যুতিক গাড়ির জন্য ব্যাটারি তৈরি করা যা আরও শক্তি সাশ্রয় করতে পারে। নিরাপদ এবং দ্রুত চার্জিং ক্ষমতা সম্পন্ন ব্যাটারি।

QuantumScape সলিড-স্টেট ব্যাটারি প্রযুক্তিতে কাজ করে, যা প্রচলিত লিথিয়াম-আয়ন ব্যাটারির তুলনায় দ্রুত চার্জ করে।

২০১২ সালে এই সংস্থা ভক্সওয়াগেনের সঙ্গে একটি পার্টনারশিপ শুরু করে, এরপর ব্যাপকভাবে স্বীকৃতি পায় তারা। ২০২০ সালে এটি নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জে (NYSE) তালিকাভুক্ত হয়।