নয়া দিল্লি: বেসরকারি চাকরির ক্ষেত্রে চাকরি হারানোর ভয় কাজ করে অনেক সময়। একটানা ৮-১০ ঘণ্টা কাজের পাশাপাশি মানসিক চাপ নিতেও পারেন না অনেকে। কিন্তু ব্যবসা করার ক্ষেত্রে পুঁজি জোগানো মুস্কিল হয়ে পড়ে। ফলে ব্যবসায় নামতে গেলে ভাবতে হয় তরুণ-তরুণীদের। তাঁদের সমস্যা সমাধান করেছে খোদ সরকারই। টাকার সমস্যা মেটাতে একাধিক স্কিম রয়েছে সরকারের। সেগুলি জানা থাকলে অনেকটা সুবিধা হতে পারে।
প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা-র অধীনে এই ঋণ পাওয়া যায়। ২০১৫ সালে এই স্কিম চালু করেছে কেন্দ্রীয় সরকার। বেকার যুবক-যুবতীরা যাতে রোজগারের রাস্তা খোলা রাখতে পারেন, তার জন্যই এই ব্যবস্থা।
এই স্কিমের অধীনে ঋণ নিতে গেলে কোনও সম্পত্তি বন্দক রাখতে হবে না। এই স্কিমের বিভিন্ন ক্যাটাগরি রয়েছে।
শিশু লোন- ৫০,০০০ টাকা পর্যন্ত ঋণ নেওয়া যাবে।
কিশোর লোন- ৫ লক্ষ টাকা পর্যন্ত ঋণ নেওয়া যাবে।
তরুণ লোন- ১০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ নেওয়া যাবে।
কারা পাবেন এই লোন?
আবেদনকারীকে ভারতের নাগরিক হতে হবে।
ব্যাঙ্ক ডিফল্টের কোনও রেকর্ড থাকলে ঋণ পাওয়া যাবে না।
কোনও কর্পোরেট প্রতিষ্ঠানকে এই লোন দেওয়া হবে না।
আবেদনকারীর বৈধ ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকা প্রয়োজন।
আবেদনকারীর বয়স হতে হবে ১৮ বছরের বেশি।
কারা আবেদন করতে পারবেন?
mudra.org.in- এই সাইটে লগ ইন করতে হবে।
কী ধরনের লোন লাগবে, তা বাছাই করতে হবে।
ফর্ম ডাউনলোড করতে হবে ওয়েবসাইট থেকে।
ফর্ম পূরণ করে জমা দিতে হবে কাছাকাছি কোনও ব্যাঙ্কের শাখায়।