Nirmala Sitharaman: সামনেই বাজেট, মনমোহন-চিদম্বরম-অরুণ জেটলিদের পিছনে ফেলে নয়া রেকর্ডের পথে সীতারমণ

Jan 27, 2024 | 12:30 PM

Nirmala Sitharaman: ১ ফেব্রুয়ারি অন্তর্বর্তীকালীন বাজেট পেশ করার সঙ্গে সঙ্গে মনমোহন সিং, অরুণ জেটলি, পি চিদম্বরম এবং যশবন্ত সিনহার মতো প্রাক্তন অর্থমন্ত্রীদের রেকর্ডকে পিছনে ফেলে দেবেন নির্মলা সীতারমণ। এই সকল নেতাই টানা পাঁচটি বাজেট পেশ করেছিলেন।

Nirmala Sitharaman: সামনেই বাজেট, মনমোহন-চিদম্বরম-অরুণ জেটলিদের পিছনে ফেলে নয়া রেকর্ডের পথে সীতারমণ
নয়া রেকর্ডের পথে নির্মলা
Image Credit source: Facebook

Follow Us

নয়া দিল্লি: আগামী ১ ফেব্রুয়ারি টানা ষষ্ঠবারের জন্য বাজেট পেশ করতে চলেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। এদিকে সামনেই লোকসভা নির্বাচন। সে কারণেই  নির্বাচন-পূর্ব ব্যয় মেটাতে অন্তর্বর্তীকালীন বাজেট পেশ করবে সরকার। প্রতিবারের লোকসভা নির্বাচনের আগেই এই অন্তবর্তী বাজেট পেশ করে সরকার। এরইমধ্যে অর্থমন্ত্রী হিসাবে বড় রেকর্ড করতে চলেছেন নির্মলা সীতারমণ। তিনি হবেন দেশের দ্বিতীয় অর্থমন্ত্রী যিনি টানা পাঁচটি পূর্ণাঙ্গ বাজেট এবং একটি অন্তর্বর্তীকালীন বাজেট পেশ করবেন। এখনও পর্যন্ত এই রেকর্ড রয়েছে শুধুমাত্র প্রাক্তন প্রধানমন্ত্রী মোরারজি দেশাইয়ের নামে।

১ ফেব্রুয়ারি অন্তর্বর্তীকালীন বাজেট পেশ করার সঙ্গে সঙ্গে মনমোহন সিং, অরুণ জেটলি, পি চিদম্বরম এবং যশবন্ত সিনহার মতো প্রাক্তন অর্থমন্ত্রীদের রেকর্ডকে পিছনে ফেলে দেবেন নির্মলা সীতারমণ। এই সকল নেতাই টানা পাঁচটি বাজেট পেশ করেছিলেন। এর আগে অর্থমন্ত্রী হিসাবে মোরারজি দেশাই ১৯৫৯-১৯৬৪ সালের মধ্যে পাঁচটি বার্ষিক বাজেট এবং একটি অন্তর্বর্তী বাজেট পেশ করেছিলেন। 

ওয়াকিবহালের মতে, যেহেতু সামনেই লোকসভা নির্বাচন সে কারণে তাই সীতারামনের অন্তর্বর্তী বাজেটে কোনও বড় নীতি পরিবর্তনের সম্ভাবনা নেই। লোকসভা নির্বাচনের পর জুনের কাছাকাছি সময়ে নতুন সরকার গঠনের সম্ভাবনা রয়েছে। এমন পরিস্থিতিতে নতুন সরকার ২০২৪-২৫ সালের জুলাই মাসে পূর্ণাঙ্গ বাজেট সামনে আনতে পারে। প্রসঙ্গত, ২০১৪ সালে মোদী সরকার ক্ষমতায় আসার পর, অরুণ জেটলি অর্থ মন্ত্রকের দায়িত্ব নেন। এরপর ২০১৪-১৫ অর্থবছর থেকে থেকে ২০১৮-১৯ পর্যন্ত টানা পাঁচটি বাজেট পেশ করেছিলেন।

Next Article