Pan Card: একজন কি একের বেশি প্যান কার্ড ব্যবহার করতে পারেন?

Aug 30, 2024 | 11:57 PM

Pan Card: আড়াই লক্ষ টাকার বেশি বার্ষিক আয়ের জন্য আইটিআর ফাইল করতে হবে। যেখানে আয়কর রিটার্ন দাখিলের জন্য প্যান কার্ড আবশ্যক। প্যান কার্ড ছাড়া আয়কর রিটার্ন দাখিল করা যায় না।

Pan Card: একজন কি একের বেশি প্যান কার্ড ব্যবহার করতে পারেন?

Follow Us

নয়া দিল্লি: বিভিন্ন কাজে অত্যন্ত প্রয়োজনীয় প্যান কার্ড। ভারতে আর্থিক লেনদেনের জন্য প্যান কার্ড ব্যবহার করা হয়। এটি একটি ১০ ​​সংখ্যার আলফানিউমেরিক নম্বর। আয়কর বিভাগের মাধ্যমে এই প্যান কার্ড তৈরি হয়। তবে এই প্যান কার্ড সম্পর্কিত কিছু বিষয় প্রত্যেকেরই জানা প্রয়োজন।

যাদের আয় নির্দিষ্ট সীমার তুলনায় বেশি, তাদের প্রতি বছর আয়কর রিটার্ন দাখিল করতে হয়। আড়াই লক্ষ টাকার বেশি বার্ষিক আয়ের জন্য আইটিআর ফাইল করতে হবে। যেখানে আয়কর রিটার্ন দাখিলের জন্য প্যান কার্ড আবশ্যক। প্যান কার্ড ছাড়া আয়কর রিটার্ন দাখিল করা যায় না।

এছাড়া, প্যান কার্ড থাকাটাও অনেক জায়গায় খুবই গুরুত্বপূর্ণ। ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে মানুষের প্যান কার্ডের প্রয়োজন হয়। শেয়ার বাজারে বিনিয়োগের জন্য ডিম্যাট অ্যাকাউন্ট আবশ্যক। আর সেই ডিম্যাট অ্যাকাউন্ট খোলার জন্যও প্যান কার্ড আবশ্যক। ৫০ হাজার টাকার বেশি লেনদেনের জন্যও প্যান কার্ড আবশ্যক। এছাড়াও ক্রেডিট কার্ড এবং ডেবিট কার্ড তৈরির জন্যও প্যান কার্ডের প্রয়োজন হয়।

আয়করের নিয়ম অনুযায়ী, একাধিক প্যান কার্ড তৈরি করা সম্ভব নয়। একজন ব্যক্তি সমগ্র জীবনে শুধুমাত্র একটি প্যান নম্বর ব্যবহার করতে পারেন।

Next Article