Indian Rail: আপনি ট্রেন মিস করলে, তৎক্ষণাৎ সিট অন্য কাউকে দিয়ে দিতে পারে TTE? রেলের নিয়মটা ঠিক কী

তন্নিষ্ঠা ভাণ্ডারী | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Oct 31, 2024 | 2:31 PM

Indian Rail: যাত্রীদের জন্য রেলের কিছু নিয়ম আছে। রেলের আসন বা সিট নিয়েও নিয়ম আছে। আপনি যদি দেরি করে ট্রেনে চাপেন, তাহলে আপনার সিট হারাতে পারেন। তবে ট্রেন ছাড়ার কতক্ষণ পরে এটা হতে পারে জানেন?

Indian Rail: আপনি ট্রেন মিস করলে, তৎক্ষণাৎ সিট অন্য কাউকে দিয়ে দিতে পারে TTE? রেলের নিয়মটা ঠিক কী
এক্সপ্রেস ট্রেন (প্রতীকী চিত্র)
Image Credit source: TV9 Bangla

Follow Us

নয়া দিল্লি: ভারতে প্রতিদিন প্রায় আড়াই কোটি মানুষ বিভিন্ন রুটে ট্রেন যাত্র করেন ভ্রমণ করে। এই একদিনের যাত্রী সংখ্যা কোনও কোনও দেশের জনসংখ্যার সমান।

বিমানের তুলনায় ট্রেনে ভ্রমণের ভাড়া অনেক কম, তাই যাত্রীরা ট্রেনে যাতায়াত করতে পছন্দ করেন অনেকেই। যাত্রীদের জন্য রেলের কিছু নিয়ম আছে। রেলের আসন বা সিট নিয়েও নিয়ম আছে। আপনি যদি দেরি করে ট্রেনে চাপেন, তাহলে আপনার সিট হারাতে পারেন। তবে ট্রেন ছাড়ার কতক্ষণ পরে এটা হতে পারে জানেন?

ভারতীয় রেলের নিয়ম অনুযায়ী, আপনি যদি আপনার ট্রেন মিস করেন, তাহলে টিটিই আপনার আসন অন্য কাউকে দিতে পারবে। তবে কতক্ষণ পর তা দিতে পারবে, তার একটি নিয়ম আছে।

নিয়ম অনুযায়ী ট্রেন ছাড়ার পর দুটি স্টেশন পর্যন্ত টিটিই অপেক্ষা করবেন। এছাড়া অন্তত ১ ঘণ্টা অপেক্ষা করতে হবে টিটিই-কে। কিন্তু এরপরেও, যদি আপনার সিটটি খালি থাকে তাহলে, টিটিই এই আসনটি অন্য কোনও যাত্রীকে দিয়ে দেবে।

রেলের নিয়ম অনুযায়ী, আপনি যদি আপনার ট্রেন মিস করে থাকেন। তাহলে আপনি অন্য কোনও গাড়ির মাধ্যমে পরবর্তী স্টেশনে পৌঁছে ওই ট্রেনে যাত্রা করতে পারেন। টিটিই যদি তার মধ্যে কাউকে আপনার সিটটি দিয়ে থাকে, তাহলে আপনি আপনার আসন দাবি করতে পারেন। কারণ নিয়ম অনুযায়ী আপনি পরের স্টেশনে পৌঁছে গিয়েছেন।

আপনি যদি রিজার্ভেশন করার পরেও ট্রেন ধরতে না পারেন। সে ক্ষেত্রে আপনার টিকিটের অর্ধেক মূল্য ফেরত পেতে পারেন। এর জন্য, আপনাকে ট্রেন ছাড়ার ৩ ঘণ্টার মধ্যে টিকিট বাতিল করতে হবে এবং টিডিআর ফাইল করতে হবে। আপনি যদি এটি না করেন তবে আপনাকে টাকা ফেরত দেওয়া হবে না।

আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)

Next Article