Bank Fraud: ব্যাঙ্ক প্রতারণা থেকে বাঁচতে কী করবেন আর কী করবেন না?

TV9 Bangla Digital | Edited By: অংশুমান গোস্বামী

Dec 12, 2023 | 6:30 AM

লেনদেনের জন্য আসা ওটিপি ভুলেও কাউকে জানাবেন না। অনেকেই ফর্ম ফিল আপ বা অন্যান্য কাজের জন্য সাইবার কাফেতে গিয়ে লেনদেন করে থাকে। সেখানকার মেশিনে যাতে লেনদেন বা আপনার অ্যাকাউন্ট সংক্রান্ত কোনও তথ্য মজুত না হয়ে যায়, সে দিকেও নজর রাখা প্রয়োজন।

Bank Fraud: ব্যাঙ্ক প্রতারণা থেকে বাঁচতে কী করবেন আর কী করবেন না?
প্রতীকী ছবি
Image Credit source: TV9 Bangla

Follow Us

নয়াদিল্লি: দিনে দিনে বাড়ছে ব্যাঙ্কিং প্রতারণা। বিভিন্ন ভাবে সাধারণ মানুষকে বোকা বানিয়ে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা গায়েব করে দেন প্রতারকরা। তা কোনও লিঙ্কের ফাঁদে ফেলে হোক। ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা কার্ড সংক্রান্ত গোপন তথ্য কৌশলে হাতিয়ে প্রতারণা চালানো হয়। এই প্রতারণা থেকে বাঁচতে সাবধানতা অবলম্বন একান্ত প্রয়োজনীয়। কিন্তু কীভাবে নিজেকে প্রতারকদের খপ্পর থেকে সাবধানে রাখবেন সে সংক্রান্ত পরামর্শ দেওয়া হল এই প্রতিবেদনে।

সাবধানতার পদক্ষেপ হিসাবে নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংক্রান্ত তথ্য কারও সঙ্গে শেয়ার করবেন না। যেমন অ্যাকাউন্ট নম্বর, পাসওয়ার্ড, সোশ্যাল সিকিউরিটি নম্বর, ক্রেডিট কার্ড নম্বর ইত্যাদি। লেনদেনের জন্য আসা ওটিপি ভুলেও কাউকে জানাবেন না। অনেকেই ফর্ম ফিল আপ বা অন্যান্য কাজের জন্য সাইবার কাফেতে গিয়ে লেনদেন করে থাকে। সেখানকার মেশিনে যাতে লেনদেন বা আপনার অ্যাকাউন্ট সংক্রান্ত কোনও তথ্য মজুত না হয়ে যায়, সে দিকেও নজর রাখা প্রয়োজন। এ ছাড়াও কোনও ডিভাইসে এই সব তথ্য লিখে রাখার থেকে মনে রাখা বেশি শ্রেয়।

আপনার যদি মনে হয়, কোনও প্রতারকের কবলে পড়েছেন। বা আপনার অ্যাকাউন্ট থেকে অবৈধ লেনদেন হয়েছে, তাহলে যত দ্রুত সম্ভব তা নিয়ে অভিযোগ দায়ের করুন। আপনার মেসেজ বা ইমেলে কোনও অপরিচিত নম্বর বা আইডি থেকে লিঙ্ক আসে, তাহলে তা ক্লিক করবেন না। অনেক ক্ষেত্রেই বিভিন্ন পরিষেবার নামে এই সব লিঙ্কের মাধ্যমে টাকা গায়েব করে দেওয়া হয়। তাই এ বিষয়ে সজাগ দৃষ্টি রাখা প্রয়োজন। অচেনা নম্বর থেকে আসা মেসেজ ডিলিট করে দিন। কোনও পুরস্কারের লোভ দেখিয়ে আসা মেসেজে ভুলেও ক্লিক করবেন না। এর পাশাপাশি ফোন করেও স্ক্যামাররা প্রতারণার চেষ্টা করেন। এই ধরনের নম্বর বুঝতে পারলে দ্রুত ব্লক করে দিন। বা নম্বর নিয়ে অভিযোগ দায়ের করুন। অপরিচিত কাউকে চেক ভাঙাতে দেওয়ায় বেশ ঝুঁকির কাজ। প্রতারণা থেকে বাঁচতে তাও এড়িয়ে চলুন।

Next Article